আইপিএলের নিলামের টেবিলে সব থেকে বেশি ঝড় তুলেছিল যে ফ্র্যাঞ্চাইজি, তাঁরা হল পঞ্জাব কিংস। যেহেতু মাত্র দুই ক্রিকেটার প্রভসিমরন সিং এবং শশাঙ্ক সিংকে তাঁরা রিটেন করেছিল, ফলে হাতে প্রচুর অর্থ নিয়েই নিলামে নেমেছিলেন নেস ওয়াদিয়া, রিকি পন্টিং, প্রীতি জিন্টারা। সেখানে বিপুল অর্থে তাঁরা শ্রেয়স আইয়ারকে দলে নেন।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে দলে নিয়ে তাঁকে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে দামি ক্রিকেটার বানায় পঞ্জাব। ২৫ জনের কোটার মধ্যে ২৫জন ক্রিকেটারকেই দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। দলে আমুল পরিবর্তন আনার চেষ্টাই করেছিল তাঁরা। যদিও আর্শদীপ সিংকে শেষ পর্যন্ত তাঁরা আরটিএম কার্ডের সৌজন্যে ফিরিয়ে নেয়, সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রেখে। দলের ৮জন বিদেশির মধ্যে পাঁচজনই অস্ট্রেলিয়ান।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-
ওপেনিং করতে পারেন জোস ইংলিস এবং প্রভশিমরন সিং। এরপর তিনে মার্কাস স্টইনিস, চারে শ্রেয়স আইয়ার, পাঁচে আসবেন গ্লেন ম্যাক্সওয়েল। ছয় নম্বরে দেখা যেতে পারে নেহাল ওয়াধিরাকে। সাতে শশাঙ্ক সিং। এরপর অলরাউন্ডার মার্কো জানসেন। তারপর বাকিরা বোলার। হরপ্রীত ব্রার অথবা যশ ঠাকুর। অন্যদিকে কুলদীপ সেন অথবা বিজয়কুমার ভাইশাককে খেলানো হতে পারে। এছাড়াও আর্শদীপ সিং খেলবেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে পারেন যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
পঞ্জাব কিংসের শক্তি-
পঞ্জাবের সব থেকে শক্তির দিক হল শ্রেয়স আইয়ারের মতো অধিনায়ক, যিনি এক দলকে আইপিএল জিতিয়ে পঞ্জাবের দায়িত্ব নিচ্ছেন। এছাড়াও আজমাতুল্লাহ ওমারজাই, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো দলে একাধিক অলরাউন্ডারদের উপস্থিতি, যা দলের ভারসাম্য অনেক বাড়িয়য়েছে এছাড়াও ভারতীয় ব্রিগেডের আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, প্রিয়াংশ আর্যরা দলের গভীরতা বাড়াবে।
পঞ্জাবের দুর্বলতার দিক-
পঞ্জাবের প্রধান দুর্বলা অবশ্যই ২০২৪ সালে আইপিএলে শ্রেয়স আইয়ারের তেমন ছন্দে না থাকা। প্রায় ২৭ কোটিতে তাঁকে দলে নেওয়ায় তাঁর ওপর অদৃশ্য চাপ কাজ করবে। এছাড়াও অতিরিক্ত এই দল অস্ট্রেলিয়ান নির্ভর। আর রিকি পন্টিং যদি লকি ফারগুসন বা মার্কো জানসেনদের সেভাবে সুযোগ না দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলদের ওপর বাড়তি ভরসা করে, তাহলে দলের সমস্যা তৈরি হতে পারে।