সাম্প্রতিক সময়ে আইপিএলের নিলামে সবার নজরই থাকে দিল্লি ক্যাপিটালসের দিকে। কারণ অনেকেরই ধারণা তাঁরা ক্রিকেটারদের বড় দামে না নিয়ে, ক্রিকেটারদের দাম বাড়িয়ে দিয়ে তাঁদের অন্য দলে দিয়ে দেয়। মানে শ্রেয়স আইয়ারকে যেমন তাঁরা ২৬.৭৫ কোটি পর্যন্ত দাম তুলে নিজেরা নেয়নি। ঋষভ পন্তকেও ২৭ কোটি টাম তুলে নিজেরা নিয়েছেন কম দামে, মানে ভালো ক্রিকেটার।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
এবারের দিল্লি ক্যাপিটালস দল সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সেরা। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের খারাপ পারফরমেন্সের জন্য তাঁদের ছেড়ে দিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। মোট চার ক্রিকেটারকে তাঁরা রিটেন করে। ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং অভিষেক পোড়েল। এদিকে তাঁরা দলে নিয়েছে রাহুল, স্টার্কদের। একঝলকে দিল্লির শক্তি ও দুর্বলতা।
দিল্লির নেতৃত্ব কে দেবেন-
দিল্লি দলের এবারের সব থেকে দামি প্রশ্নই হচ্ছে দলকে ঋষভ পন্তের পরিবর্তে কে নেতৃত্ব দেবেন? অনেকদিন এই ফ্র্যাঞ্চাইজিতে থাকা অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবদের কি এই দায়িত্ব দেওয়া হবে, নাকি নবাগত লোকেশ রাহুলের ওপরেই এই কাজের জন্য ভরসা রাখবে দিল্লি টিম ম্যানেজমেন্ট। অবশ্য দল যা এবারে দিল্লি ম্যানেজমেন্ট গড়েছে, তা বেশ বালো।
দিল্লির সম্ভাব্য একাদশ-
ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও লোকেশ রাহুল। এরপর তিনে অভিষেক পোড়েল। এরপর হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেল। এরপর আশুতোষ শর্মা, সমীর রিজভি, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক এবং টি নটরাজন আসতে পারেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হবে পারে মুকেশ কুমারকে।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
দিল্লি ক্যাপিটালস দলের শক্তি-
বোলিং অ্যাটাক ভালো হওয়ায় এখানে এক বিদেশি স্টার্ককে রেখে তিন বিদেশি ব্যাটার খেলানোর সুযোগ থাকছে দিল্লি ক্যাপিটালসেক কাছে এবারে। কারণ নটরাজন, মুকেশ কুমার , কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো ভারতীয় বোলার রয়েছে।। রাহুল এবং অক্ষরের মধ্যে ক্যাপ্টেনসি বাছার সুযোগ, অর্থাৎ এক্ষেত্রেও বিকল্প অনেক। মিচেল স্টার্ক, হ্যারি ব্রুক, ফ্যাফ দুপ্লেসিসের মতো ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন।
দিল্লির দুর্বলতা-
আপাত দৃষ্টিতে দেখতে গেলে হয়ত দিল্লি ক্যাপিটালস দলের তেমন কোনও দুর্বলতা নেই। তবে দুটি বিষয়ে নজর রাখতে হবে। এক অভিষেক পোড়েল গতবার ওপেনিংয়ে সাফল্য পেয়েছিলেন, সেক্ষেত্রে তাঁকে ফার্স্ট ডাউন বা পিছনে আনলে তাঁর খেলায় প্রভাব না পড়ে। আর দ্বিতীয় দলে একাধিক ভালো ব্যাটার থাকলেও ঠিকঠাক ফিনিশারের একটা অভাব থেকেই গেছে।