২০২৪ আইপিএলে দুরন্ত পারফরমেন্স ছিল কলকাতা নাইট রাইডার্সের। শুরু থেকেই ধারাবাহিকতার শীর্ষে ছিলেন সুনীল নারিন, ফিল সল্টরা। আর শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতাই বজায় রাখেন নাইট ক্রিকেটাররা। ফিল সল্ট ইংল্যান্ডের হয়ে খেলতে দেশে ফিরলেও তাঁর পরিবর্তে দলে এসে রহমানুল্লাহ গুরবাজ ভালো খেলেছিলেন। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরাও সুযোগ কাজে লাগিয়েছিলেন, ফলে চ্যাম্পিয়ন হয় নাইটরা।
আরও পড়ুন-খারাপ ভাগ্য না দায়সারা ক্রিকেট! বিরাটের রান আউট নিয়ে উঠল প্রশ্ন! আবার বিপদে ভারত…ভিডিয়ো
বড় বড় টিফোর নেপথ্য কারিগরকে দেখে অবাক হন শাহরুখ-
IPLর নিলাম চলতি মাসেই। মেগা নিলামের আগে ইতিমধ্যেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন বলে কথা, কোর টিমই ধরে রেখেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এবার কেকেআরের সমর্থকদের কাজে আপ্লুত হয়ে গেলেন কিং খান। ইডেন গার্ডেন্সে কয়েকজন সমর্থক মিলে টিফো তৈরি করেছিল, যা শুনে অবাক SRK।
আরও পড়ুন-কিং নন, ‘কিং মেকার’ রোহিত! তাঁর এই স্বার্থত্যাগে অটুট মুম্বই ইন্ডিয়ান্সের দূর্গ…
কেকেআরের ছয় রিটেনশন-
মোট ৬জন ক্রিকেটারকে এবারের আইপিএলের নিলামের আগে রিটেন করেছে কেকেআর। দলে এত ভালো ভালো এবং ধারাবাহিক ক্রিকেটার ছিল যে ৬টি রিটেনশনও কম পড়ে যাচ্ছিল নাইটদের কাছে। তাও তো ফিল সল্টকে তাঁরা রিটেন করতে পারেনি। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে আগামী আইপিএলের সাইকেলের জন্য রিটেন করে নাইটরা।
আইপিএলে বড় বড় টিফো নাইট সমর্থকদের-
এবার গতবারের আইপিএলের সময়ের স্মৃতি নিয়েই শাহরুখ খানের বার্তা শেয়ার করল কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। সমর্থকরাই যে দলের হৃদস্পন্দন সেটাই বোঝা গেল নাইটদের দেওয়া সেই ভিডিয়োতে। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে গতবার ভারতীয় ক্রিকেটে প্রথমবার টিফো নিয়ে মাঠে হাজির হয়েছিলেন হাওড়ার সমর্থকরা। সেই টিফো নজর কেড়েছিল সকলের। যদিও এতদিন শাহরুখ খান জানতেন না, সেই টিফো কারা বানিয়েছিলেন।
একঝলকে নাইট রাইডার্সের ভিডিয়ো-
নাইট রাইডার্সের পক্ষ থেকে এক ভিডিয়ো শেয়ার করা হয়, যেখানে সেই টিফোর নেপথ্য কারিগরকে দেখতে পাওয়া গেছে। তিনি শাহরুখ খানকে জানান, ভারতীয় ক্রিকেটে এই প্রথম ইংলিশ প্রিমিয়র লিগ, ইন্ডিয়ান সুপার লিগের মতো টিফো দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ইডেন গার্ডেন্স, কেকেআরের ম্যাচের দিনে। এরপরই শাহরুখ খান তাঁকে ধন্যবাদ জানান। সঞ্চালকও সেই টিফো তৈরির নিয়ে বেশ প্রশংসাই করেন।