আইসিসি টি২০ বিশ্বকাপ জিতে ভারতীয় দল দেশে ফেরার পর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে উচ্ছাসের জোয়ারে ভেসেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাও তো কোহলি, হার্দিকরা শুধুই মুম্বই এবং দিল্লিতে গেছিলেন, গোটা ভারতে যদি তাঁরা জেতেন তাহলে প্রত্যেক শহরেই হয়ত একদিন করে ছুটি ঘোষণা করতে হত, সমর্থকদের মধ্যে তাঁদের ঘিরে পাগলামি ঠিক এমন জায়গায় পৌঁছেছিল। বৃহস্পতিবার মেরিন ড্রাইভে ভারতীয় দলের ভিক্ট্রি প্যারেডে লক্ষাধিক মানুষের জনসমাগমই বুঝিয়ে দিয়েছিল এই ট্রফি প্রত্যেকের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। ২০১১ বিশ্বকাপ যেই ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে সেখানেই গিয়ে দর্শকদের সামনে গান করেছিল টিম ইন্ডিয়ার সদস্যরা, অবশেষে তারই নেপথ্য কারিগর খুঁজে পাওয়া গেল।
আরও পড়ুন-‘ওর মতো বোলার যুগে একটা আসে’!বিরাটের মন্তব্যে শুরু স্লোগান, ভিডিয়ো শেয়ার বুমরাহর
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামের, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা গোটা মাঠে ঘুরছেন এবং দর্শকদের অভিবাদন কুড়াচ্ছেন। সেই সময়ই বক্সে হঠাৎ ভেসে ওঠে এআর রহমানের গলায় বন্দেমাতরম গান। ফুল প্যাকড ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে হয়ে ওঠে এক ম্যাজিকাল মূহূর্ত। সেই সময়ই টিম ইন্ডিয়ার সদস্যরাও সেই গানের সঙ্গে গলা মেলাতে শুরু করেন, যার জেরে পরিস্থিতি আরও জমজমাট হয়ে ওঠে।
আরও পড়ুন-আইপিএলের সময় টানা সমালোচনা! বিশ্বকাপ জয়ের পর হার্দিককে নিয়ে নীরবতা ভাঙলেন পাঠান
সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এআর রহমানের গান বাজার সময় বিরাট কোহলি দলের সতীর্থদের উদ্দেশ্যে বলছেন গান গাওয়ার জন্য একসঙ্গে। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মারাও তাঁর সঙ্গে সহমত হন। এরপর কোহলি দুহাত ছুঁড়ে গান ধরতেই রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া , রোহিত শর্মারাও গলায় ধরেই সেই অসাধারণ গান, গায়ে কাঁটা দিয়ে ওঠে মাঠে উপস্থিত বহু সমর্থকেরই। কারণ দেশের জন্য সেই মূহূর্ত ছিল অত্যন্ত গর্বের। ২০১১ সালের পর ফের বিশ্বকাপের ট্রফি ছঁয়ে দেখার সুযোগ পায় টিম ইন্ডিয়া। এর আগে ২০১৪ এবং ২০২৩ সালে দুটি আইসিসি বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল তাঁদের। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার তো ছিলই। ফলে ক্রিকেটার এবং ফ্যান সকলের কাছেই এই জয়ের স্বাদ ছিল একদমই অন্যরকম।
আরও পড়ুন-কবে চুরমা খাওয়াবেন প্রধানমন্ত্রীকে, জানিয়ে দিলেন নীরজের মা! এবার স্পেশাল ট্রিট…
গোটা প্রতিযোগিতায় বিরাট কোহলি তেমন রান না পেলেও দলের প্রয়োজনের সময় ঠিক জ্বলে ওঠেন চেজ মাস্টার। ৫৯ বলে ৭৬ রান করেন, বড় রানের পুঁজি থাকায় হার্দিক, বুমরাহ, আর্শদীপরাও দুরন্ত বোলিং করে ম্যাচ বের করে আনেন এবং দেশকে বিশ্বকাপ জেতান। বিশ্বজয়ের পরই অবশ্য সকলের মন খারাপ করে দিয়ে টি২০ থেকে অবসর নেন কোহলি, রোহিত, জাদেজা।