অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে চাপে পড়ে গেছে ভারত। দ্বিতীয় দিনে যদি অস্ট্রেলিয়াকে ৩০০ রানের মধ্যে বেঁধে ফেলা যেত তাহলে নিঃসন্দেহে ভালো হত। কিন্তু সেটা করতে পারেনি টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত অবশ্য ৩৩৭ রানে গিয়ে থামে অজিরা। কিন্তু এর অর্থ প্রায় ১৫০রানের ওপর লিড পৌঁছে গেল ওডিআই বিশ্বচ্যাম্পিয়নদের।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
ভারতীয় দলকে দেখলেই গুরুত্বপূর্ণ সময় যেন জ্বলে ওঠেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই ওপেনার পিঙ্ক বল টেস্টে শতরান করলেন, দলের সব থেকে দরকারের সময়। এই টেস্টে অস্ট্রেলিয়া হেরে গেলে তাঁদের পক্ষে সিরিজে ফিরে আসা কঠিনই হত, মোক্ষম সময়ই ভারতীয় দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। করলেন অনবদ্য ১৪০ রান।
১৪১ বলে সিরাজ, বুমরাহদের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেললেন ট্রাভিস হেড, দেখে বোঝা গেল না ইনিংসটা তিনি পিঙ্ক বলে টেস্টে খেললেন না ওডিআইতে। মারলেন ৪টি ছয় এবং ১৭টি চার। এরকম পারফরমেন্স অতীতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ ফাইনালে করেছিলেন হেড ভারতীয় দলের বিরুদ্ধে। তাই তাঁর ওপর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও যথেষ্ট বিরক্ত, আর সেই বিরক্তিই বের করলেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
অস্ট্রেলিয়ার ইনিংসের ৮২তম ওভারের চতুর্থ বলে অবশেষে আউট হন ট্রাভিস হেড। ততক্ষণে অস্ট্রেলিয়া দল ৩০০ রানের গণ্ডি টপকে গেছেন। মহম্মদ সিরাজ হেডকে ক্লিন বোল্ড করার পরই আগ্রাসন দেখালেন, অযথা বিতর্কও বাড়ালেন। এতক্ষণ ধরে বোলিং করে এমন ব্যাটারকে আউট করার পর যে বিরক্তি তিনি দেখালেন, তাতে চটলেন হেডও। পাল্টা দু কথা বললেন অজি তারকাও।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
দুই দলের দুই ক্রিকেটারই উত্তপ্ত বাক্য বিনিময় করলেন। তখনকার মতো উইকেট ছেড়ে চলে গেলেও সাজঘরে ফেরার পর ব্যাট তুলে স্টেডিয়ামের দর্শকদের সাধুবাদ গ্রহণ করলেন ট্রাভিস হেড, বুঝিয়ে দিলেন সিরাজ যতই রাগ দেখান, তিনি যা করার করে দিয়েছেন। প্রসঙ্গত প্রথম টেস্টের পর হেজেলউড দলের হারের জন্য ব্যাটারদের দিকেই আঙুল তুলেছিলেন, এরপর হেডের দিকেও অনেক প্রশ্ন উড়ে আসে। দলের বাকি ব্যাটাররা যখন সেভাবেও দাগ কাটতে ব্যর্থ হলেন, তখন বড় রানের ইনিংস খেলে অজিদের চালকের আসনে বসালেন হেড।