অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে সহজ জয় তুলে নিতে দেখা যায় ভারতীয় দলকে। ওয়ার্ম আপ ম্যাচে যে টিম ইন্ডিয়ার সেরা দলের পক্ষে ম্যাচ জেতা কঠিন হবে না, তা মোটামুটি সকলেই জানা ছিল। হলও সেটাই। সহজেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের দেওয়া রানের টার্গেটে পৌঁছে গেল ভারতীয় দল। তবে রান চেজ করে নেওয়ার পরেও ভারতীয় ব্যাটাররা খেলা চালিয়ে গেলেন।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
মানুকা ওভালে প্রস্তুতি ম্যাচে জয় ভারতের-
মানুকা ওভালের প্রথম দিন বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায়, দ্বিতীয় দিনে খেলার ওভার কমিয়ে আনা হয়েছিল ৪৬ ওভারে। সেখানে ৪৩.২ ওভারেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ অলআউট হয়ে গেছিল ২৪০ রানের মধ্যে। ৪২.৫ ওভারেই রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া সেই রান চেজ করে নেয়। যদিও ভারতীয় দল এরপরেও ব্যাটিং চালিয়ে যায়।
গোলাপী বলে অনুশীলন করতেই জয়ের পরেও ব্যাটিং-
যেহেতু এটি একটি প্রস্তুতি ম্যাচ বা প্রীতি ম্যাচ ছিল, তাই টিম ইন্ডিয়া ম্যাচ জেতার পরেও আরও ১৯টি বল ব্যাটিং করেন। ভারতীয় দল, অস্ট্রেলিয়ার মাটিতে অজি বোলারদের মুখোমুখি হওয়ার সুযোগ প্রস্তুতি ম্যাচে ছাড়তে চায়নি। সেই কারণে অস্ট্রেলিয়ার সেরা বোলাররা না খেলেলও গিল, রোহিত, রাহুলরা ম্যাচে নামেন নিজেদের প্রস্তুতি ঠিকঠাক রাখতে। কারণ গোলাপী বলে ভারতীয় দল সচরাচর খেলেনা।
গিলের কামব্যাকে অর্ধশতরান-
শুভমন গিল প্রত্যাবর্তনেই বুঝিয়ে দিলেন গোলাপি বলের টেস্টের জন্য তিনি তৈরি রয়েছেন, আঙুলের চোটও কমে গিয়েছে। রোহিত এলেন ৪ নম্বরে ব্যাটিং করতে, কিন্তু একদমই ছন্দে দেখায়নি তাঁকে। লোকেশ রাহুল, যশস্বী জয়লওয়াল অবশ্য আরও একবার স্বস্তি দিলেন টিম ইন্ডিয়াকে ওপেনিং জুটিতে ৭৫ রান তুলে। তবে সব থেকে স্বস্তির খবর ভারতের জন্য নিঃসন্দেহে শুভমন গিলের প্রত্যাবর্তন। গত ম্যাচে গিল খেলতে না পারায় দেবদবূত পাডিক্কাল খেললেও তিনি সেভাবেও নজর কাড়তে পারেননি। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রথম বল খেলতে নেমে মাহলি বার্ডম্যানকে স্কোয়ার কাট মেরে গিল বুঝিয়ে দেন, তাঁর আঙুল ভালোই রয়েছে।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
বুমরাহর সঙ্গে আলাদা অনুশীলন বিরাটের-
এদিকে ভারতীয় দল একটি স্ট্র্যাটেজি নেয়, যেখানে নেটে বিরাট কোহলিকে বোলিং করতে দেখা যায় জসপ্রীত বুমরাহকে। তাঁকে খেলিয়ে অর্থাৎ বিরাটের সমস্যা বা সুবিধার দিকগুলো অস্ট্রেলিয়ানদের বোঝাতে চায়নি টিম ইন্ডিয়া। সেই কারণে বিরাট ব্যাটিংয়ে না এসে বুমরাহর সঙ্গে নেটে অনুশীলন করছিলেন। কারণ ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টে দেখা গেছে, বুমরাহই সেরা বোলার ছিলেন।