সচরাচর ভারতের জাতীয় দলের তারকারা ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে চান না। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরপর ২টি টেস্ট সিরিজে ভরাডুবির পরে পরিস্থিতি বদলে গিয়েছে পুরোপুরি। এখন আর নিজেদের পছন্দ-অপছন্দ জাহির করার জায়গা নেই সুপারস্টার ক্রিকেটারদের। বোর্ডের চাপে বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে হচ্ছে রোহিত শর্মাদের।
বিরাট কোহলি ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা রঞ্জির পরবর্তী রাউন্ডে মাঠে নামবেন না। তবে রোহিত শর্মা খেলবেন মুম্বইয়ের জার্সিতে। বিকেসির শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে রঞ্জির পরবর্তী রাউন্ডে মুম্বইয়ের প্রতিপক্ষ জম্মু-কাশ্মীর। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন রোহিত শর্মাকে বল করতে পারেন রোহিত শর্মা। অর্থাৎ, ব্যাটার রোহিত শর্মার মুখোমুখি দাঁড়াতে পারেন বোলার রোহিত শর্মা।
রোহিত নিজেই বল করবেন আবার শক্তিমান হয়ে নিজেই ব্যাট করতে অপর প্রান্তে পৌঁছে যাবেন, এমনটা নয় মোটেও। আসলে ভারত অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি যেখানে শক্তি বাড়িয়েছে মুম্বইয়ের, জম্মু-কাশ্মীর সেখানে স্কোয়াডে রেখেছে তাদের ৩০ বছর বয়সী মিডিয়াম পেসার রোহিত শর্মাকে। অর্থাৎ, দুই দলেই একজন করে রোহিত শর্মা রয়েছেন।
মুম্বইয়ের রোহিত শর্মার মাঠে নামা নিশ্চিত। জম্মু-কাশ্মীর যদি তাদের রোহিত শর্মাকে প্লেয়িং ইলেভেনে রাখে, তবে দুই রোহিতের দ্বৈরথ দেখতে পাওয়া অসম্ভব নয় মোটেও।
মুম্বইয়ের রোহিতের ফার্স্ট ক্লাস কেরিয়ার
মুম্বইয়ের রোহিত শর্মা ৬৭টি টেস্ট-সহ মোট ১২৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমেছেন। ২০৭টি ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেছেন সাকুল্যে ৯২৮৭ রান। সেঞ্চুরি করেছেন ২৯টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৩৮টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৩০৯ রানের। সেই সঙ্গে ৭০টি ইনিংসে বল করে ২৪টি উইকেটও নিয়েছেন হিটম্যান।
জম্মু-কাশ্মীরের রোহিতের ফার্স্ট ক্লাস কেরিয়ার
জম্মু-কাশ্মীরের পেসার রোহিত শর্মা এখনও পর্যন্ত ২২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। ৩৪টি ইনিংসে বল করে সংগ্রহ করেছেন সাকুল্যে ৩৯টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার। সেরা বোলিং পারফর্ম্যান্স ১২ রানে ৫ উইকেট।
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে মুম্বই রীতিমতো তারকাখচিত দল নিয়ে মাঠে নামতে চলেছে। রোহিত শর্মা ছাড়াও এই ম্যাচে মাঠে নামবেন যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, শিবম দুবে শার্দুল ঠাকুররা। অবশ্য স্কোয়াডে জায়গা হয়নি পৃথ্বী শ-র। রোহিত খেলছেন বলেই এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তাই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে বিকেসি-র দর্শকাসন।