ওড়িশার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির হাই-স্কোরিং ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় গোয়া। জয়পুরে এ-গ্রুপের এই ম্যাচে দু'দলের ব্যাটাররা রান সংগ্রহ করেন বিস্তর। তবে ব্যাটিং পিচে দাপুটে বোলিং করে নজর কাড়েন অর্জুন তেন্ডুলকর। উল্লেখযোগ্য বিষয় হল, শনিবারের এই ম্যাচ শুধু বিজয় হাজারে ট্রফির ইতিহাসেই নয়, বরং লিস্ট-এ ক্রিকেটের সার্বিক ইতিহাসে একটি সর্বকালীন রেকর্ড গড়ে ফেলে।
৫০ ওভারের ক্রিকেটে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ডের তৈরি করে বিজয় হাজারে ট্রফির গোয়া বনাম ওড়িশা ম্যাচ। এই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ওঠে সাকুল্যে ৭১৫ রান। তবে ম্যাচে দু'দলের কোনও ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি। হাফ-সেঞ্চুরি করেন মোট ৮ জন ব্যাটার। নিশ্চিত অর্ধশতরান হাতছাড়া করেন একজন ব্যাটার।
কোনও ব্যাটারের শতরান ছাড়াই ৫০ ওভারের একটি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সব থেকে বেশি রান ওঠার বিশ্বরেকর্ড গড়ে গোয়া বনাম ওড়িশা ম্যাচ। এক্ষেত্রে ভেঙে যায় ১৯ বছর আগের নজির। এর আগে কোনও ব্যাটারের শতরান ছাড়া সব থেকে বেশি রান উঠেছিল ওমান বনাম আমেরিকা ম্যাচে। ২০০৫ সালে সেই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ওঠে ৬৯৩ রান। এবার সেই রেকর্ড ভেঙে যায় বিজয় হাজারে ট্রফিতে।
কোনও ব্যাটারের শতরান ছাড়া একটি লিস্ট-এ (৫০ ওভারের) ম্যাচে সব থেকে বেশি রান
১. গোয়া বনাম ওড়িশা- ৭১৫ রান (২০২৪)।
২. ওমান বনাম আমেরিকা- ৬৯৩ রান (২০০৫)
৩. নটিংহ্যামশায়ার বনাম লেস্টারশায়ার- ৬৯২ রান (২০১৯)।
গোয়া বনাম ওড়িশা ম্যাচের ফলাফল
জয়পুরে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গোয়া। তারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৭১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। স্লেহাল কথাঙ্কর ৮১ বলে ৬৭ রান করেন। ৯৬ বলে ৯৩ রান করেন ইশান গাডেকর। ৫৬ বলে ৭৯ রান করেন দর্শন মিশাল। ২২ বলে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূয়াশ প্রভুদেশাই। তিনি মাত্র ১৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ওড়িশার অভিষেক রউত ৬ ওভারে ৪৫ রান খরচ করে ২টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে ওড়িশা ৪৯.৪ ওভারে ৩৪৪ রানে অল-আউট হয়ে যায়। ২৭ রানে ম্যাচ জেতে গোয়া। ওড়িশার হয়ে ৪৬ বলে ৫৭ রান করেন স্বস্তিক। ৬৭ বলে ৭৮ রান করেন গৌরব চৌধুরী। ৭১ বলে ৭৩ রান করেন ক্যাপ্টেন সন্দীপ পট্টনায়েক। ৩১ বলে ৫৩ রান করেন আশীর্বাদ। ৫২ বলে ৪৯ রান করেন কার্তিক। গোয়ার হয়ে ১০ ওভারে ৬১ রান খরচ করে ৩টি উইকেট নেন অর্জুন তেন্ডুলকর।