নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লিগ ম্যাচে কিপিংয়ে বেশ কিছু ভুল ভ্রান্তি করেন লোকেশ রাহুল। তার পরেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা শুরু হয়ে যায় ক্রিকেটমহলে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ফের পার্টটাইম কিপার দিয়ে কাজ চালানোর মানসিকতা নিয়ে গৌতম গম্ভীরদের কাঠগড়ায় তোলা হয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে লোকেশের বদলে ঋষভ পন্তকে মাঠে নামানোর দাবিও উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও সমালোচনায় কান দেয়নি। রোহিতরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও লোকেশকে উইকেটকিপার হিসেবে মাঠে নামান।
রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নিন্দুকদের যথাযোগ্য জবাব দেন। তিনি অজিদের বিরুদ্ধে অনবদ্য উইকেটকিপিং করেন। সেই সঙ্গে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। রাহুল ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। দলের উইনিং শটটিও আসে রাহুলের ব্যাট থেকে। ৪৮.১ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ভারতের ফাইনালের টিকিট নিশ্চিত করেন লোকেশ।
সঙ্গত কারণেই রাহুলের পারফর্ম্যান্সে যারপরনাই আপ্লুত হেড কোচ গৌতম গম্ভীর। তিনি ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেন, কেন ঋষভ পন্তের মতো বিশেষজ্ঞ কিপারকে বসিয়ে লোকেশকে মাঠে নামাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গম্ভীর এক্ষেত্রে নিন্দুকদের মনে করিয়ে দিলেন ওয়ান ডে ক্রিকেটে লোকেশ রাহুলের ব্যাটিং গড়ের কথা। ভারতের হেড কোচের দাবি, এমন অসাধারণ ব্যাটিং গড় যে ক্রিকেটারের, তাঁকে মাঠে নামানোর জন্য আলাদা কোনও কারণের দরকার হয় না।
পন্ত থাকতে লোকেশ রাহুল কেন?
পন্তের বদলে ঋষভ কেন, এমন প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, 'ওয়ান ডে ক্রিকেটে লোকেশ রাহুলের ব্যাটিং গড় ৫০ (আসলে ৪৮.৫৩)। এই প্রশ্নের উত্তর সেটাই। উল্লেখ্য, ঋষভ পন্ত এখনও পর্যন্ত ৩১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। তাঁর ব্যাটিং গড় ৩৩.৫০।
পরে লোকেশ রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, ‘ক্রিকেটের মতো দলগত খেলায় নম্বর নিয়ে কিচ্ছু যায় আসে না। ব্যাটিং অর্ডারও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল প্রভাব। নিজেকে শুধু খেলার মতো পর্যায়ে ধরে রাখাতে হবে, বাকিটা দলের প্রয়োজনের উপর ছেড়ে দিতে হবে। দলের যা দরকার, খুশি মনে সেটাই করতে হবে। লোকেশ রাহুল সেটা করে এবং সেটা প্রসন্ন চিত্তেই করে থাকে। এখনও পর্যন্ত ৬ নম্বরে ও দারুণ পারফর্ম করেছে। লোকে অকারণে ব্যাটিং পজিশন নিয়ে কথা বলে। জানি না কতদিন এই বিষয়ে চর্চা করবে। আমরা ওকে প্রয়োজন অনুযায়ীই ৬ নম্বরে ব্যাট করতে পাঠাই।’