ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক ঋষভ পন্তের ব্যতিক্রমী পারফরম্যান্সের প্রশংসা করেছেন এবং তিনি আশাবাদী যে বার্মিংহামে এজবাস্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের শেষ দিনে ভারত ম্যাচ জিতে নিতে পারে।
আকাশ দীপ ও মহম্মদ সিরাজ ইংল্যান্ডের টপ অর্ডারকে নতুন বলে আবারও ছিন্নভিন্ন করে দেন, যার ফলে ভারত ম্যাচ জিততে এখন মাত্র সাত উইকেট দূরে। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ৭২/৩ স্কোরে দাঁড়ায়, জয় থেকে এখনও তারা ৫৫৬ রান পিছিয়ে। অপরাজিত ছিলেন হ্যারি ব্রুক (১৫ বলে ১৫) ও অলি পোপ (৪৪ বলে ২৪)।
আজহারউদ্দিন ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ভারতের জন্য এটা খুব ভালো দিন ছিল। আশা করছি, আজ ওরা ম্যাচটা জিতে নেবে। ব্যাটাররা সবাই ভালো খেলেছে, তবে আমার মতে বোলারদের পারফরম্যান্স ছিল অসাধারণ। শুভমন গিলকে কৃতিত্ব দিতেই হবে, দুর্দান্ত ব্যাটিং করেছে। ঋষভ পন্তও দারুণ খেলেছে। আমি দলের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আশা করছি এই জয়ের পর তারা আরও আত্মবিশ্বাস পাবে। আমাদের দলে দুর্দান্ত সব তরুণ খেলোয়াড় আছে, তাদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছি।’
দ্বিতীয় ইনিংসে শুভমন গিল মাত্র ১৬২ বলে ১৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১৩টি চার ও ৮টি ছয়। ঋষভ পন্ত খেলেন একটি ঝোড়ো ইনিংস ৫৮ বলে ৬৫ রান, ৮টি চার ও ৩টি ছয়ের সাহায্যে।
ম্যাচের সারসংক্ষেপ:
ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। শুরুতে কেএল রাহুল (২) দ্রুত আউট হলেও, যশস্বী জসওয়াল (৮৭ বলে ১০৭, ১৩টি চার) ও করুণ নায়ার (৩১ বলে ৫০, ৫টি চার) একটি ৮০ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। এরপর অধিনায়ক গিলের নেতৃত্বে দুটি গুরুত্বপূর্ণ জুটি। রবীন্দ্র জাদেজা (১৩৭ বলে ৮৯)–র সঙ্গে ২০৩ রানের জুটি। ওয়াশিংটন সুন্দর (১০৩ বলে ৪২)–র সঙ্গে ১৪৪ রানের জুটি। গিল নিজে ৩৮৭ বলে ২৬৯ রান করেন (৩০টি চার, ৩টি ছয়), ভারত তোলে ৫৮৭ রান।
ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির ৩/১৬৭, ক্রিস ওকস ও জশ টাং ২টি করে উইকেট নেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ভারতের বোলিং তোপে ৮৪/৫ হয়ে পড়ে। কিন্তু হ্যারি ব্রুক (২৩৪ বলে ১৫৮, ১৭ চার, ১ ছয়) ও জেমি স্মিথ (২০৭ বলে অপরাজিত ১৮৪, ২১ চার, ৪ ছয়)-এর ৩০৩ রানের জুটিতে তারা ঘুরে দাঁড়ায়।
এরপর আবার ভারত আক্রমণে ফেরে — সিরাজ ৬/৭০, আকাশ দীপ ৪/৮৮ নিয়ে শেষ ৫ উইকেট মাত্র ২০ রানে ফেলে দেয় ভারত, ইংল্যান্ড অলআউট হয় ৪০৭-এ। ফলে ভারত পায় ১৮০ রানের লিড।
দ্বিতীয় ইনিংসে ভারতের শুরু হয় আগ্রাসীভাবে:
জসওয়াল (২২ বলে ২৮) ও রাহুল (৮৪ বলে ৫৫) ফিফটি পার্টনারশিপ গড়েন। এরপর পন্ত ও গিল-এর ১১০ রানের জুটি এবং গিল-জাদেজার ১৭৫ রানের জুটিতে ভারত তোলে ৪২৭/৬ এবং ৬০৮ রানের বিশাল লক্ষ্য দেয় ইংল্যান্ডকে।
ইংল্যান্ড চতুর্থ দিন শেষ করে ৭২/৩, ভারতের জয় থেকে তারা মাত্র ৭ উইকেট দূরে। অপরাজিত ব্যাটার হ্যারি ব্রুক (১৫*) ও অলি পোপ (২৪*)। শেষ দিনে ভারতের সামনে বড় সুযোগ — সিরিজ ১-১ এ সমতায় ফেরানোর। এখন দেখার অপেক্ষা, ঐতিহাসিক এজবাস্টনে ভারত জয় তুলে নিতে পারে কি না।