'হাই, রীতিকা, কেমন আছো? ছোট্ট সদস্য এবং পুরো পরিবারকে ভালোবাসা' - রবিবার দুপুরে রবিচন্দ্রন অশ্বিনের সেই টুইট দেখে মাথা চুলকাতে শুরু করেছে নেটপাড়া। কারণ ‘রীতিকা’ বলে যে অ্যাকাউন্টে সেই রিপ্লাই দিয়েছেন ভারতের প্রাক্তন অফস্পিনার, তা আদতে রোহিত শর্মার স্ত্রী রীতিকার নামে খোলা প্যারোডি প্রোফাইল। আর সেই প্রোফাইলের একটি পোস্টের প্রেক্ষিতে অশ্বিনের রিপ্লাই দেখে নেটিজেনরা ধাঁধায় পড়ে গিয়েছেন। অশ্বিন কি জেনেবুঝেই রীতিকার নামে ওই প্যারোডি অ্যাকাউন্টে রিপ্লাই দিয়েছেন নাকি ওটা রীতিকার ভুয়ো প্রোফাইল, সেটা অশ্বিন বুঝতে পারেননি, তা নিয়ে ধন্দে আছেন নেটিজেনরা। কেউ-কেউ দাবি করেছেন, অশ্বিন খুব ভালোভাবেই জানেন যে ওটা প্যারোডি অ্যাকাউন্ট। ট্রোল করতেই সেরকম রিপ্লাই দিয়েছেন। কারও-কারও আবার ধারণা, অশ্বিন বুঝতে পারেননি যে তিনি ফেক অ্যাকাউন্টে রিপ্লাই দিচ্ছেন।
‘আমি ভালো আছি অশ্বিন আন্না’, এসেছে উত্তরও
আর সেই ধন্দের মধ্যেই ওই প্যারোডি অ্যাকাউন্ট (Ritika Sajdeh – @Nishitha018) থেকে অশ্বিনকে রিপ্লাইও দেওয়া হয়েছে। সিডনি টেস্টে ভারতের হারের পরে প্রাথমিকভাবে যে প্যারোডি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, 'অস্ট্রেলিয়া কিন্তু আমাদের হোয়াইটওয়াশ করতে পারেনি (১-৩ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত)।' আর তাতেই অশ্বিন জিজ্ঞাসা করেন যে ‘কেমন আছো?’ প্রত্যুত্তরে ওই প্যারোডি অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘আমি ভালো আছি অশ্বিন আন্না।’
প্যারোডি অ্যাকাউন্টে রোহিতকে চরম কটাক্ষ
যে প্যারোডি অ্যাকাউন্ট থেকে সেই মন্তব্য করা হয়েছে, তাতে রোহিত-বিরোধী অসংখ্য পোস্ট আছে। রোহিতের অধিনায়কত্ব নিয়ে চরম কটাক্ষ করা হয়েছে। বিশেষত প্রায় এক দশক পরে ভারতের হাত থেকে বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়ে যাওয়ার পরে তুলোধোনা করা হয়েছে ‘ভারতীয় অধিনায়ক’-কে। রোহিতের প্রশংসা করে কয়েকজন সেলিব্রিটি যে পোস্ট করেছিলেন, তা নিয়ে কটাক্ষ ভেসে এসেছে ওই অ্যাকাউন্ট থেকে। প্রশংসার ছলে কটাক্ষ করা হয়েছে।
'অশ্বিন আন্নার তুলনা হয় না', অভিভূত নেটিজেনদের একাংশ
সেইসব দেখে নেটিজেনদের একাংশের বক্তব্য, অশ্বিন জেনেবুঝেই ওই প্যারোডি অ্যাকাউন্টের টুইটে রিপ্লাই দিয়েছেন। এক নেটিজেন বলেন, ‘অশ্বিন দুর্দান্ত। পুরো বিনোদনের প্যাকেজ।’ অপর একজন বলেন, 'অশ্বিন আন্না কখনও নিজের ফর্ম হারিয়ে ফেলেননি।' একইসুরে এক নেটিজেন বলেন, 'অ্যাশ আন্না খুব ভালোভাবেই জানেন যে তিনি কী করছেন।' একজন আবার বলেন, ‘অশ্বিন আন্নার তুলনা হয় না। ৯০ শতাংশ লোকজন জ্ঞান দিয়ে বলবেন যে এটা প্যারোডি অ্যাকাউন্ট। কিন্তু অশ্বিন জানেন যে কী করেছেন।’