শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদী। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বাঁহাতি এই স্পিনার একার কাঁধে একটা সময়ে সামলেছেন ভারতীয় বোলিং আক্রমণকে। দেশে হোক কিংবা বিদেশের মাটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় দলকে। ৭৭ বছর বয়সে মাত্র কয়েকদিন আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি স্পিনার। তাঁর মৃত্যুর কয়েকদিন পরেই তার প্রতি হৃদয়স্পর্শী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিশ্বকাপজয়ী তারকা অজি ক্রিকেটার ম্যাথু হেডেন। তাঁর কেরিয়ারে কতটা প্রভাব ছিল বিষেণ সিং বেদীর তা ব্যাখ্যাও করেছেন তিনি।
ভারতের হয়ে ৬৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন বিষেণ সিং বেদী। যার মধ্যে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ২২টি টেস্ট ম্যাচে। বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের তরফে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে বিষেণ সিং বেদীর প্রতি। এই তালিকায় অন্যতম নাম ম্যাথু হেডেন। তাঁর ক্রিকেটিয় কেরিয়ারে বিষেণ সিং বেদীর অবদান যে সবথেকে বেশি তা জনসমক্ষেই জানিয়েছেন হেডেন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির এক ভিডিয়ো বার্তায় হেডেন বলেন, ‘চিপক স্টেডিয়ামে যেমন প্রতিদিন সূর্যাস্ত যায় ঠিক তেমনভাবেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সুন্দর এক ক্রিকেটিয় ব্যক্তিত্বের সূর্যাস্ত ঘটেছে। আমার ক্রিকেটিয় কেরিয়ারে যে কয়েকজন ব্যক্তির অপরিসীম অবদান রয়েছে তাদের মধ্যে একজন হলেন অ্যালান বর্ডার এবং অন্যজন হলেন অবশ্যই বিষেণ সিং বেদী।’
তিনি আরও যোগ করে জানান, ‘১৯৯৬ সালে আমার প্রথমবার ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আমি তখন প্রথমবার এই চিপক স্টেডিয়ামেই এসেছিলাম।এখানেই ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ওল্ড মাদ্রাজ ক্রিকেট ক্লাবে আমাদের দেখা হয়েছিল। এখানে নবীন বোলারদের একটা স্পিন বোলিং ক্লিনিক ছিল। যেখানে বেশ কিছু অজি ব্যাটারও ছিলেন। আমাকে সেখানে সাহায্য করতে বিষেণ সিং বেদী এতটাই মুখিয়ে ছিলেন যে তা একেবারেই অকল্পনীয়। আমার ব্যাটিং নিয়ে উনি বেশি কিছু বলেননি। তবে কীভাবে স্পিন খেলতে হয় তা নিয়ে আমাকে বিস্তারিতভাবে শিখিয়েছিলেন। কারণ আমি ব্রিসবেনের গতিময় বাউন্সযুক্ত পিচে খেলে বড় হয়েছি। ওনার সেন্স অফ হিউমার ছিল অনবদ্য।আমাকে ক্রিকেটটা উপভোগ করতে উনি শিখিয়েছিলেন।’ ২৪ অক্টোবর দিল্লিতেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বিষেণ সিং বেদীর। সেখানে উপস্থিত ছিলেন কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, অজয় জাদেজা, বীরেন্দ্র সেহওয়াগ, আশিষ নেহেরার মতন প্রাক্তন তারকারা।