দশদিন আগেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার ক্ষেত্রে ভারতকে ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে অপ্রত্যাশিত হারের পরে ‘টেস্ট বিশ্বকাপের’ ফাইনালের রাস্তাটা কঠিন করে ফেলেছে টিম ইন্ডিয়া। আপাতত যা পরিস্থিতি, তাতে অস্ট্রেলিয়া সিরিজে ভালো ফল না করলে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলা হবে না ভারতের। কোন অঙ্কে অন্য কোনও দলের উপরে নির্ভর না করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে পারবে ভারত? অস্ট্রেলিয়ায় ন্যূনতম কতগুলি টেস্ট জিততে হবে? সেই অঙ্কটা দেখে নিন।
WTC ফাইনালের পয়েন্ট তালিকা
কোন দলের কতগুলি টেস্ট বাকি আছে?
১) ভারত: নিউজিল্যান্ড (হোম ১) এবং অস্ট্রেলিয়া (অ্যাওয়ে ৫)।
২) অস্ট্রেলিয়া: ভারত (হোম ৫) এবং শ্রীলঙ্কা (অ্যাওয়ে ২)।
৩) শ্রীলঙ্কা: দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে ২) এবং অস্ট্রেলিয়া (হোম ২)।
৪) নিউজিল্যান্ড: ভারত (অ্যাওয়ে ১) এবং ইংল্যান্ড (হোম ৩)।
৫) দক্ষিণ আফ্রিকা: বাংলাদেশ (অ্যাওয়ে ১), শ্রীলঙ্কা (হোম ২) এবং পাকিস্তান (হোম ২)।
৬) ইংল্যান্ড: নিউজিল্যান্ড (অ্যাওয়ে ৩)।
৭) পাকিস্তান: দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে ২) এবং ওয়েস্ট ইন্ডিজ (হোম ২)।
৮) বাংলাদেশ: দক্ষিণ আফ্রিকা (হোম ১) এবং ওয়েস্ট ইন্ডিজ (অ্যাওয়ে ২)।
৯) ওয়েস্ট ইন্ডিজ: বাংলাদেশ (হোম ২) এবং পাকিস্তান (অ্যাওয়ে ২)।
অন্য কারও উপর নির্ভর না করে WTC ফাইনালে উঠবে ভারত?
১) অন্য কোনও দলের উপর নির্ভর না করে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে চায়, তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জিততে হবে ভারত। আর তারপর অস্ট্রেলিয়াকে কমপক্ষে ৩-২ ব্যবধানে হারাতে হবে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬৪.০৪ শতাংশ (স্লো ওভার রেটের কারণে কোনও পয়েন্ট কাটা যাবে না ধরে)। তখন নিদেনপক্ষে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে ভারত।
২) ভারত যদি মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যায়, তাহলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে পারবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় একটাও ম্যাচ হারতে পারবে না ভারত। ৪-০ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফিতে জিততে হবে। অপর ম্যাচটি ড্র করতে হবে ভারতকে। কোনও ম্যাচেই হারা চলবে না অস্ট্রেলিয়ায়। যে কাজটা কার্যত অসম্ভব।
আরও পড়ুন: ‘IPL খেলেছি বলেই ভারতকে হারাতে পেরেছি’! সিরিজ জিতে রহস্য ফাঁস কিউয়ি স্পিনারের…
৩) যে পাঁচটি ম্যাচ বাকি আছে, সেগুলির মধ্যে চারটিতে না জিতেও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে পারবে। তবে সেটার জন্য অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কাকে পয়েন্ট খোয়ালে তবেই ভারত টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলতে পারবে।