ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভা ছিলেন। তবে মাঠের বাইরের বিতর্ক ও দুর্বল ফিটনেসের কারণে তিনি ভারতীয় দল এবং তার ঘরোয়া দল মুম্বইয়ের হয়েও ধারাবাহিকভাবে জায়গা ধরে রাখতে পারেননি। ২০২৫ আইপিএলের মেগা নিলামেও তিনি অবিক্রীত থেকে গিয়েছেন। এর কারণ দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দিয়েছিল।
পৃথ্বী শ-এর কেরিয়ার নতুন করে গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তাঁর মুম্বইয়ের সতীর্থ শ্রেয়স আইয়ার। শ্রেয়সের মতে, পৃথ্বী শ-এর ব্যাটিং দক্ষতা সম্পর্কে সকলেই জানে, তবে তাকে ফিটনেসের ওপর আরও মনোযোগ দিতে হবে, তাহলেই সবকিছু তার পক্ষে হয়ে যাবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন শ্রেয়স আইয়ার বলেন, ‘পৃথ্বী শ দুর্দান্তভাবে তার কেরিয়ার শুরু করেছিল। তার বলের টাইমিং এবং দ্রুত রান করার ক্ষমতা ঈর্ষণীয় ছিল। দলের সকলেই মনে করে ছিল, সে এক অসাধারণ প্রতিভার অধিকারী। এখন তার শুধু নিজের কাজের প্রতি মনোযোগ দিতে হবে এবং বাকিটা আপনা আপনি ঠিক হয়ে যাবে।’
আরও পড়ুন… IND vs ENG: বিনোদন এবং আক্রমণাত্মক ক্রিকেটই হবে- ইংল্যান্ডের সাদা বলে ম্যাককালাম যুগের সূচনা
পৃথ্বী শ বর্তমানে তার ফিটনেস নিয়ে কাজ করছেন এবং সম্প্রতি ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। তিনি শেষবার মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন, কিন্তু টুর্নামেন্টের মাঝপথে দল থেকে বাদ পড়েন। এরপর সদ্য সমাপ্ত বিজয় হজারে ট্রফিতেও সুযোগ পাননি তিনি। এবং সম্ভবত আসন্ন রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ডেও তাকে দেখা যাবে না।
আরও পড়ুন… এটা প্রায় স্বপ্নের মতো ছিল- বিজয় হাজারের ট্রফির পারফরমেন্সকে রঞ্জি ট্রফিতেও ধরে রাখতে চান করুণ নায়ার
মুম্বই আগামী ২৩ জানুয়ারি বান্দ্রা কুরলা কমপ্লেক্স গ্রাউন্ডে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলবে। এই ম্যাচের মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর রঞ্জি ট্রফিতে ফিরতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বিসিসিআই ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে, যার ফলে ঋষভ পন্ত এবং যশস্বী জসওয়াল সহ অনেক তারকাকে রঞ্জি ট্রফিতে অংশ নিতে দেখা যাবে। এছাড়া বিরাট কোহলি দিল্লির হয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে পারেন বলে জানা গিয়েছে।