বাংলা নিউজ > ক্রিকেট > Unseen video of Rohit and Virat image: কিছুতেই ছবি তুলবেন না রোহিত, জোর করে টেনে নিয়ে গেলেন বিরাট, সামনে এল নয়া ভিডিয়ো

Unseen video of Rohit and Virat image: কিছুতেই ছবি তুলবেন না রোহিত, জোর করে টেনে নিয়ে গেলেন বিরাট, সামনে এল নয়া ভিডিয়ো

রোহিতের হাত ধরে টান বিরাটের, তারপর সেই আইকনিক ছবি। (ছবি সৌজন্যে Mumbai Indians)

টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সেই আইকনিক ছবি কীভাবে তোলা হয়েছিল, সেটার নয়া ভিডিয়ো প্রকাশ্যে এল। তাতে দেখা গিয়েছে যে কিছুতেই ছবি তুলতে চাইছিলেন না রোহিত। তাঁকে জোর করে টেনে নিয়ে যান বিরাট।

কিছুতেই ছবি তুলতে যাবেন না রোহিত শর্মা। বিরাট কোহলিও ছাড়ার পাত্র নন। নিজের সহযোদ্ধা এবং নিজের বন্ধুকে টেনে নিয়ে গেলেন। তারপর টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেডের বাসের সামনে দাঁড়িয়ে রোহিতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ধরে সেই ঐতিহাসিক ছবি তুললেন বিরাট। আর সেই ঘটনার নয়া একটি ভিডিয়ো সামনে এল। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যে ভিডিয়ো দেখে আবেগে ভেসে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের ভক্তরা। তাঁরা বলতে শুরু করেছেন, ‘যেভাবে রোহিতের হাতটা ধরে নিয়ে গেলেন বিরাট! উফ, সেরা।’ অপর একজন বলেন, ‘এটা রোহিত এবং বিরাটের সেরা ভিডিয়ো।’

আসলে ভিডিয়োটা তোলেন SKY

যদিও আদতে সেই ভিডিয়োটা তুলেছেন সূর্যকুমার যাদব। গত সপ্তাহের বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেডের মধ্যে সেলফি মোডে ভিডিয়ো করতে থাকেন স্কাই। আর সেইসময় রোহিত ও বিরাটের সেই অসামান্য বন্ডিংয়ের দৃশ্য ধরা পড়েছে।

রোহিতকে টেনে নিয়ে যান বিরাট

ভিডিয়োয় দেখা গিয়েছে যে বাসের সামনের দিক থেকে রোহিতের দিকে যাচ্ছেন বিরাট। রোহিত বাসের পিছনের দিকে বসে মেরিন ড্রাইভের আশপাশের বহুতলে জড়ো হওয়া ফ্যানদের দিকে তাকাচ্ছিলেন। বিরাট গিয়ে তাঁর হাত ধরে টানতে থাকেন। বিরাট কী বলছিলেন, সেটা শোনা না গেলেও তাঁর কথাটা সহজেই অনুমান করা যায়।

আরও পড়ুন: Kohli backs Bumrah as national treasure: বুমরাহকে ‘জাতীয় সম্পদ বা অষ্টম আশ্চর্য’ ঘোষণা করতে রাজি বিরাট, বললেন ‘ভাগ্যিস…’

বিরাট নির্ঘাত বলছিলেন যে ‘চল, বিশ্বকাপ হাতে দু'জনে একসঙ্গে একটা ছবি তুলব। আমাদের একটা ছবি থাকা উচিত।’ যদিও রোহিত যেতে চাইছিলেন না। সম্ভবত বলছিলেন যে ‘থাক, ছবিটা পরে তুলব।’ কিন্তু বিরাট হাল ছাড়েননি। একেবারে হাত ধরে টেনে রোহিতকে টানতে থাকেন। তাও রোহিতের খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু বিরাট একেবারে পাকড়াও করে তাঁকে টেনে নিয়ে যান। আর তারপর বাসের সামনে দাঁড়িয়ে সেই আইকনিক ছবি তোলেন। যে ছবি ভারত ক্রিকেট ইতিহাসে চিরকালের জন্য অমর হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Rohit and Virat WC Lifting Image: সবাই সরে যাও, রোহিতকে ডেকে বিশ্বকাপ নিয়ে ছবি বিরাটের! প্রথমবার সাক্ষী আরব সাগর

নেটিজেনদের প্রতিক্রিয়া

আর সেই ভিডিয়ো দেখে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘না জেনেই একটা ঐতিহাসিক দৃশ্য ক্যামেরাবন্দী করে ফেলেছেন স্কাই।’ অপর এক নেটিজেন বলেন, ‘যেভাবে শানার (রোহিতকে বলা হয়) হাত ধরে টেনে নিলেন চিকু (বিরাটকে বলা হয়)…..! ওই মুহূর্তে হারিয়ে যাচ্ছি।’ এক নেটিজেন বলেন, ‘ভাই, এর থেকে ভালো কিছু হতে পারে না।’

অনেকে তো সেই ভিডিয়োর জন্য স্কাইকে ধন্যবাদ দিয়েছেন। আর সত্যিই স্কাইয়ের ধন্যবাদ। বিশ্বকাপ ফাইনাল থেকে যেন সেরা ‘ক্যাচ’ তাঁর কাছেই আসছিল। ডেভিড মিলারের ক্যাচটা তিনি ধরতে না পারলে ভারত হয়ত বিশ্বকাপ জিততে পারত না। আর রোহিত-বিরাটের এই মুহূর্তটা ‘ক্যাচ’ করতে না পারলে একটা ঐতিহাসিক দৃশ্য থেকে বঞ্চিত হয়ে যেত দুনিয়া।

আরও পড়ুন: Rohit and Gambhir era in India: ‘রোহিত অধিনায়ক না হলে ভারতের দুর্ভাগ্য’, গম্ভীর কোচ হতেই ভাইরাল ৪ বছরের আগের কথা

ক্রিকেট খবর

Latest News

থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ পুজোর অষ্টমীতে লুচির সঙ্গে খান পনিরের এই পদ, রাখতে পারেন ভোগের থালাতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.