Aakash Chopra on MS Dhoni: ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। অবসরের পরেও ভারতীয় দল তাঁর অনুপস্থিতি অনুভব করে। বিশেষ করে ভারতীয় দলের ভক্তরা ধোনিকে অনেক মিস করেন। এমএস ধোনি ভারতের হয়ে তিনটি আইসিসি শিরোপা জিতেছেন এবং চেন্নাই সুপার কিংসকে ৫টি শিরোপা জিতিয়েছেন।
৪৩ বছর বয়সেও ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় মাহি। অনেক ভারতীয় খেলোয়াড় ধোনি সম্পর্কিত মজার জিনিস শেয়ার করেছেন। এই পর্বে প্রাক্তন ভারতীয় খেলোয়াড় আকাশ চোপড়াও ধোনি সম্পর্কিত একটি মজার গল্প শেয়ার করেছেন। তিনি বলেছিলেন যে ধোনি, ইন্ডিয়া এ-এর হয়ে খেলার সময় একটি শট খেলেছিলেন যা তিনি কখনও নেটে অনুশীলনই করেননি।
আরও পড়ুন… IND vs BAN T20I সিরিজে শুভমন গিলকে বিশ্রাম দেওয়া হবে! বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI
মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে আজানা গল্প শেয়ার করলেন আকাশ চোপড়া-
এই ঘটনাটি ২০০৪ সালের, সেই সময়ে আকাশ চোপড়া এবং এমএস ধোনি ইন্ডিয়া ‘এ’ ক্যাম্পের জন্য বেঙ্গালুরুতে ছিলেন। পুরনো দিনের কথা স্মরণ করে আকাশ চোপড়া বলেন, ‘ধোনির সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। তখন আমি ভারতের হয়ে খেলেছি। বেঙ্গালুরুতে আমাদের ক্যাম্প ছিল। যখন আমি হোটেলে পৌঁছেছিলাম, আমাকে বলা হয়েছিল যে ধোনি আমার রুমমেট। আমাকে বলা হয়েছিল যে তিনি রাঁচি থেকে এসেছেন। আমি ধোনিকে আগেও দেওধর ট্রফিতে খেলতে দেখেছিলান। যেখানে তিনি অনেক রান করেছিলেন।’
আরও পড়ুন… ভিডিয়ো: ওরা আমায় আত্মহত্যা করতে বলেছিল- কেঁদে ফেললেন নভদীপ সিং! ভুলতে পারছেন না সে কথা
এরপরে আকাশ চোপড়া বলেন, ‘এ ছাড়া তখন তাকে খুব একটা চিনতাম না। তারপর আমরা এক মাস বেঙ্গালুরুতে রুমমেট ছিলাম। ধোনি ছিলেন অসতর্ক। ভারতের হয়ে খেলার সময় তিনি পাকিস্তানের ইফতিখার আঞ্জুম নামের একজন বোলারের বিরুদ্ধে রিভার্স সুইপশট খেলেন এবং তা আমার কল্পনার বাইরে ছিল। কারণ আমি কখনও ধোনিকে নেটে এমন শট মারতে দেখিনি। নেটে তেমন ব্যাটিং করেননি ধোনি।’
আরও পড়ুন… Duleep Trophy: রিঙ্কু-সরফরাজ সহ ৮ উইকেট শিকার! মোহান্তি-দিন্দার ক্লাবে জায়গা পাওয়া বোলারটি কে?
ফোন থেকে দূরে থাকতেন ধোনি- চোপড়া
আরও বিশদভাবে, আকাশ বলেছিলেন যে, ‘ধোনির ফোন প্রচুর বেজেছিল। কিন্তু তিনি কখনও ফোন ধরেননি। 'একবার ধোনিকে জিজ্ঞেস করেছিলাম সে কখন ঘুমায়। তিনি বললেন, যখনই ভালো লাগবে তখনই ঘুমাতে পারবেন। ধোনি একজন আমিষভোজী এবং আমি একজন নিরামিষাশী। কিন্তু তিনি আমার জন্য ১ মাস নিরামিষ খাবার খেয়েছেন। সে সময় তিনি খুব লাজুকও ছিলেন।’ পরে ভারতের হয়ে অভিষেক হয় ধোনির। এরপর বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় তার নাম উঠে যায়।