বাংলা নিউজ > ক্রিকেট > Abhishek Sharma: রান আসছিল না ব্যাটে, যুবরাজ এবং লারার এক মন্ত্রেই বদলে গেলেন অভিষেক!

Abhishek Sharma: রান আসছিল না ব্যাটে, যুবরাজ এবং লারার এক মন্ত্রেই বদলে গেলেন অভিষেক!

রান আসছিল না ব্যাটে, যুবরাজ এবং লারার এক মন্ত্রেই বদলে গেলেন অভিষেক! (ছবি- X)

খালি ছয়-চার মারার তাগিদে সিঙ্গেল নেওয়া ভুলে গিয়েছিলেন অভিষেক। কিভাবে যুবরাজ সিং এবং ব্রায়ান লারার মন্ত্রে সফল হলেন, তা তুলে ধরেন অভিষেকের বাবা রাজকুমার। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সেই কথোপকথন। 

ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে অভিষেক শর্মা। গত সেপ্টেম্বরের ৪ তারিখ তাঁর জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন যুবরাজ সিং। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন অভিষেক। আশা করব এই বছর তুমি যত বল বাউন্ডারির বাইরে পাঠাবে ততগুলি সিঙ্গলও নেবে। কঠোর পরিশ্রম করে যাও! অনেক ভালোবাসা, আশা করব এই বছর তোমার অনেক ভালো কাটবে।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে যুবরাজ সিং, অভিষেক সিঙ্গল না নেওয়ায় বিরক্ত। তিনি তাঁকে বলছেন, ‘সিঙ্গলও নিয়ে নাও মহারাজ।’ ভিডিয়োর শেষ অংশে আবার যুবরাজ বলেন, ‘তুই শুধরাবি না। খালি ছয় মারবি। গ্রাউন্ডেও খেলতে হবে।’

রবিবার ওয়াংখেড়েতে অসাধারণ ব্যাটিং করেন অভিষেক। ৩৭ বলে নিজের সেঞ্চুরি সম্পন্ন করেন। একদিক থেকে যখন ক্রমাগত উইকেট পড়ে যাচ্ছিল তখন এক এন্ডে নিজের দাপট অব্যাহত রেখেছিলেন যুবরাজের ছাত্র। শেষে ১৮ তম ওভারে আউট হন তিনি। ৫৪ বলে ১৩৫ রান করেছিলেন অভিষেক। ১৯টি সিঙ্গেল নিয়েছিলেন তিনি এবং ৫টি ২ রান নিয়েছিলেন। তবে ১৩টি ছক্কাও হাঁকিয়েছিলেন। এরপরেই চর্চায় সেই ভিডিয়ো। 

সম্প্রতি অভিষেকের বাবা রাজকুমার শর্মা, যুবরাজ এবং তাঁর ছেলের মধ্যে হওয়া একটি কথোপকথন তুলে ধরেন। তিনি বলেন, ‘যুবরাজ সিং ওকে বারবার সিঙ্গল নেওয়ার জন্য বলতো। কিন্তু অভিষেক বলতো- পাজি আমি বল দেখলেই খালি ভাবি ছয় অথবা চার মারব। আমি যখন ছয় মারতে পারব তখন দৌড়াতে কেন যাব। তবে যুবরাজ খুবই অনড় ছিলেন। তিনি বলেন- যদি তিনটি ফরম্যাটেই খেলতে চাও তবে অবশ্যই স্ট্রাইক রোটেটিং শুরু করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে শিখতে হবে।’

রাজকুমার জানান, রবিবার রাতে অভিষেকের দ্বিতীয় টি-টোয়েন্টি শতরানের পরে, যুবরাজ তাঁর শিষ্যকে টেক্সট করেছিলেন। সেখানে লেখা ছিল: ‘তোমাকে এখনও অনেক দীর্ঘ পথ যেতে হবে। তবে কখনই ভুলে যেও না ব্যক্তিগত মাইলফলক তাড়া করা উচিত নয়। দলকে সবসময় আগে রাখতে হবে। আমি চাই তুমি তোমার ইনিংসটা এভাবেই গড়ো। কঠোর হও, সঙ্গে বুদ্ধিমান হও।’

অভিষেকের বাবা যুবরাজ সিংকে সবকিছুর জন্য কৃতিত্ব দেন এবং মনে করেন কিভাবে দু’বারের বিশ্বকাপ বিজয়ী এই ক্রিকেটার তাঁকে লকডাউনের সময় একটি প্রশিক্ষণের রুটিন দিয়েছিলেন, যা অভিষেক এখনও অনুসরণ করেন।

তিনি বলেন, ‘যুবরাজ ওকে এক প্রকার হাঁটতে শিখিয়েছেন। রাত দিন ওর পেছনে লেগেছিল। সবসময় তার প্রশিক্ষণের ওপর নজর রাখতেন। তিনি তাকে মোহালি, চণ্ডীগড়, গুরগাঁও বা মুম্বাই, যেখানে থাকতেন সেখানে ডেকে নিতেন। যুবরাজই ওকে আত্মবিশ্বাস দিয়েছিলেন যে ও ভারতের হয়ে ম্যাচ জিততে পারবে। তিনি তাকে একটি শিডিউল দিয়েছিল। অভিষেক এখনও তা অনুসরণ করে। ও ৪টের সময় জেগে ওঠে। তারপর ধ্যান, যোগব্যায়াম, সাঁতার, জিম এসব করে। তারপর ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং শুরু করে। চার-পাঁচ বছর ধরে এটাই তার রুটিন।’

রাজকুমার জানান ব্যাটের সুইং ঠিক করার জন্য লারা অভিষেককে গলফ খেলার পরামর্শ দিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদে থাকার সময় তিনি লারার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, ‘যুবি তাকে লারা যা বলে তাঁর সবকিছু নোট করতে বলেন। লারা, ওর ছক্কা মারার আগ্রহ দেখে একটি গলফ কোর্সে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন - এই খেলাটি তোমাকে ব্যাট সুইংয়ে সহায়তা করবে। তারপরে ও চণ্ডীগড়ে যুবরাজের সঙ্গে গলফ খেলতে থাকল। এটা তাকে তার খেলায় সাহায্য করেছে।’

ক্রিকেট খবর

Latest News

উচ্চমাধ্যমিকে নিষিদ্ধ স্মার্ট ফোন-গ্যাজেট, নির্দেশ অমান্যে জুটবে কঠোরতম শাস্তি! তিনিই বাংলার ভোট করাবেন, মুখ্য নির্বাচনী কমিশনার হলেন জ্ঞানেশ, সামলেছেন কাশ্মীরও জলে গেল পাঠানের লড়াই, ফাইনালে দু'বার জীবনদান পেয়ে ম্যাচ জেতালেন ধাওয়ান ওড়িশার বিটেক ছাত্রীর আত্মহত্যার পরে পদক্ষেপ নেপালের, চাপে পড়ে ঢোক গিলল KIIT ভাবী CEC বেছে নিয়েছে মোদীর নেতৃত্বাধীন প্যানেল? ছিলেন রাহুলও, তাও নাখুশ কংগ্রেস! ইনি বর্তমানে দেশ-বিদেশ কাঁপানো অভিনেত্রী, চিনতে পারছেন কে? এবার র‌্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজে, তদন্ত শুরু করল কমিটি রয়েছে একাধিক জটিল সমস্যা, পোপের হাসপাতালে থাকার মেয়াদ বাড়ার বার্তা ভ্যাটিকানের শূন্যয় আউট শেফালি, মন্ধনার ২৭ বলের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে বিরাট জয় RCB-র বাবা-মায়ের সঙ্গে মহাকুম্ভে দেবলীনা, কিন্তু কেন ধন্যবাদ জানালেন মনোজ মুরলীকে?

IPL 2025 News in Bangla

ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান ১ বছর আগে প্রার্থনা করে গেছিলেন! স্বপ্ন সত্যি হতেই IPL ট্রফি নিয়ে কামাখ্যায় KKR

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.