বর্তমানে টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যান কে? এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। আপনাদের বলে দেওয়া যাক কেন উইলিয়ামসন বর্তমানে ভারতে রয়েছেন। যেখানে তাঁর দলকে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলতে হবে। এই ম্যাচটি শুরু হতে চলেছে ৯ সেপ্টেম্বর থেকে। কেন উইলিয়ামসনকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে গণ্য করা হয়। কেন উইলিয়ামসনের নাম বিশ্ব ক্রিকেটের ফেব ফোরেও দেখা যায়। আসুন আমরা আপনাকে বলি যে টেস্টে সেরা ব্যাটসম্যান কে তা নিয়ে নিজের মতামত দিয়েছেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক।
কেন জো রুটের নাম বাছলেন কেন উইলিয়ামসন?
শোনা যায় বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন খুব ভালো বন্ধু, তবে এরপরেও নাকি কেন উইলিয়ামসন নিজের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসাবে এক নম্বরে রাখেননি বিরাট কোহলিকে। নিউজিল্যান্ড অধিনায়কের মতে, বর্তমানে টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যান জো রুট। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম টেস্ট ম্যাচে পারফরম্যান্সের জন্য জো রুটকে শিরোনামে রেখেছেন তিনি। ৩৩ বছর বয়সি জো রুট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচটি ম্যাচে তিনটি সেঞ্চুরি ও অর্ধশতক করেছিলেন। জো রুট এখন পর্যন্ত টেস্টে ৫০.৭৭ গড়ে ১২,৩৯০ রান করেছেন।
আরও পড়ুন… আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি! ENG vs AUS সিরিজে উপেক্ষিত হয়েই কি এমন সিদ্ধান্ত?
কেন উইলিয়ামসনের মতে জো রুট দীর্ঘ সময় ধরে দারুণ পারফর্ম করছেন। জো রুট আগামী কয়েক বছরে কী অর্জন করেন সেটাই দেখতে চান কেন উইলিয়ামসন। নিজেকে জো রুটের বড় ভক্ত বলেছেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তবে এর মাঝে বিরাট কোহলি ও স্টিভ স্মিথের প্রশংসা করেছেন কেন উইলিয়ামসন।
আরও পড়ুন… দোষীরা চরমতম শাস্তি পাক: আরজি কর কাণ্ডে গর্জে উঠল বাংলার বাইশ গজ, মুখ খুললেন ঋদ্ধি-মনোজ?
কী বললেন কেন উইলিয়ামসন?
গ্রেটার নয়ডায় এক সাংবাদিক সম্মেলনে কেন উইলিয়ামসন বলেছেন, ‘জো রুট অনেক দিন ধরেই বাইশ গজে দুরন্ত পারফরমেন্স করছেন। ভবিষ্যতে তিনি কী অর্জন করতে পারেন তা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বর্তমানে তাঁকে বাইশ গজে অবিশ্বাস্য মনে হচ্ছে।’ কেন উইলিয়ামসন ফ্যাব ফোরের অন্য দুই সদস্য বিরাট কোহলি এবং স্টিভ স্মিথেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি জো রুটের একজন বড় ভক্ত, তবে অন্যান্য খেলোয়াড়রাও ভালো পারফর্ম করেছে। তারা খেলাকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে।’
আরও পড়ুন… ICC-র নতুন চেয়ারম্যান জয় শাহকে নিয়ে কী ভাবছে পাকিস্তান? কী বললেন PCB প্রধান মহসিন নাকভি?
কেন উইলিয়ামসনের পারফরমেন্স
কেন উইলিয়ামসনের কেরিয়ার সম্পর্কে কথা বলতে গেলে, তিনি এখনও পর্যন্ত তার টেস্ট কেরিয়ারে ১০০টি ম্যাচ খেলেছেন এবং ৩২টি সেঞ্চুরি সহ ৫৪.৯৮ গড়ে ৮,৭৪৩ টেস্ট রান করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শেষে শ্রীলঙ্কা সফরে যাবে নিউজিল্যান্ড দল। এরপর রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলতে ভারতে ফিরে আসবে দলটি।