তাঁর রসিকতাবোধের কথা ক্রিকেট বিশ্বে বহু চর্চিত। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার তথা প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয়। সেখানে তাঁর নানা পোস্ট নিয়েও চর্চা চলতেই থাকে। এবার চর্চার কেন্দ্রে তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার পোস্ট। নেটপাড়ার উষ্ণতা বাড়িয়ে নিজের কিছু ছবি পোস্ট করেছেন রবি শাস্ত্রী। সঙ্গে ক্যাপশনেও হটনেসের ছোঁয়া।
আরও পড়ুন: হারের পরেই কারণ বলা খুব কঠিন, ধারাভাষ্যকরকে কথা শোনালেন সঞ্জু
গায়ে জড়ানো বাথরোব। কোনও ছবিতে লেখা, তিনি হট। দুষ্টুমি করতে তৈরি। কোথাও আবার লেখা, তিনি তৃষ্ণার্ত। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ছবিগুলি শেয়ার করার পরে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ৬২ ছুঁই ছুঁই রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়ার উষ্ণতা সত্যি সত্যি বাড়িয়ে দিয়েছে। যদিও, এই ছবিগুলি ঠিক কী উদ্দেশ্য নিয়ে পোস্ট করা হয়েছে, তা কারও কাছেই প্রথমে স্পষ্ট ছিল না।
আরও পড়ুন: একেই মরশুমের প্রথম হার, গোদের উপর বিষফোঁড়া আবার ১২ লাখ টাকা জরিমানা করা হল সঞ্জুকে
প্রথম যে ছবিটি তিনি পোস্ট করেন, তাঁর ক্যাপশনে শাস্ত্রী লিখেন, ‘আমি হটি, আমি নটি, আমি সিক্সটি।’ অন্য ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবির কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে থ্রাস্ট ট্র্যাপ?’ তৃতীয় ছবিটির ক্যাপশনে আবার লিখেছেন, ‘আপনাদের মেয়েদের আমার মুখ দেখে চেনার প্রয়োজন নেই যে, এটাই আমি...।’ তিনটি ছবিই বুধবার পোস্ট করেছেন। তবে আলাদা আলাদা সময়ে।
শাস্ত্রীর এই পোস্ট নিয়ে নানা জল্পনা ছড়ায়। অনেকেই ভাবেন, তাঁর অ্যাকাউন্ট বোধহয় হ্যাক হয়ে গিয়েছে। কিন্তু পরে শাস্ত্রী নিজেই বিকেলের দিকে এই ছবিগুলি শেয়ার করার রহস্য ভেদ করেন। রবি শাস্ত্রী একটি ৩৫ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি স্পায়ের মধ্যে ঢুকছেন তিনি এবং বীরেন্দ্র সেহওয়াগ। সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘আমি নিশ্চিত নই, এখানে হটেস্ট কে… আমি, বীরু নাকি ধোঁয়া।’
ওই ভিডিয়োতেই বাথটবে একসঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে রবি শাস্ত্রী এবং সেওয়াগকে। তাঁরা দু’জন আসলে একটি ট্র্যাভেল কোম্পানির বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন। এবং তার ভিডিয়োই দু'জন তাঁদের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করেছেন।
আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে বড় লাফ রিয়ান, শুভমন, সঞ্জুর, পার্পল ক্যাপ পুনরুদ্ধার করলেন যুজি
সেহওয়াগ আবার ভিডিও শেয়ার করে ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘রবিভাই তো বলছিল বাথরোবও খুলে ফেলবে...।’
তবে বিজ্ঞাপনের শ্যুটিং হলেও, নিঃসন্দেহে ৬০ পার করে ফেলা প্রাক্তনীর হট লুকে মজেছে নেটপাড়া। এই বয়সেও এমন উষ্ণতা! রবি শাস্ত্রীর ধারাভাষ্যে সব সময়েই বাড়তি স্বতঃস্ফূর্তা থাকে, আর নেটপাড়ায় তাঁর এমন হট ছবি দেখে ঝড় উঠেছে অনেকেরই মনে।