জসপ্রীত বুমরাহকে ‘জাতীয় সম্পদ' বা পৃথিবীর 'অষ্টম আশ্চর্য’ ঘোষণা করতে রাজি বিরাট কোহলি। আর সেটার জন্য যদি কোনও পিটিশনে স্বাক্ষর করতে হয়, তাহলে এখনই তিনি করে দিতে রাজি আছে বলে জানালেন ভারতের তারকা ব্যাটার। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেডের পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কথা বলার সময় বিরাট প্রশংসায় ভাসিয়ে দেন বুমরাহকে। তারকা পেসারের হাত ধরেই যে ফাইনালে কামব্যাক করেছে ভারত, সেটা বলতেও কোনও কুণ্ঠাবোধ করেননি বিরাট। তিনি জানান, বিশ্বকাপ ফাইনালে একটা সময় আশঙ্কা তৈরি হয়েছিল যে আরও একবার স্বপ্নভঙ্গ হবে না তো? কিন্তু বুমরাহ ম্যাচে ফিরিয়ে আনেন ভারতকে। আর শুধু ফাইনাল নয়, পুরো বিশ্বকাপেই বুমরাহ সেই কাজটা করেছেন বলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান বিরাট।
বুমরাহের ভূয়সী প্রশংসায় বিরাট
ওয়াংখেড়েতে দাঁড়িয়ে বিরাট বলেন, 'আমি নিশ্চিত যে এই মুহূর্তে যাঁরা স্টেডিয়ামে আছেন, তাঁরাও সবাই নিশ্চয়ই একটা সময় ভেবেছিলেন যে আবার ম্যাচটা হাত থেকে বেরিয়ে যাবে, বিশ্বকাপটা হাত থেকে বেরিয়ে যাবে? আর তারপর শেষ পাঁচ ওভারে যা হয়েছিল, সেটা সত্যিকারের স্পেশাল মুহূর্ত।'
আমার নাম নয়, বুমরাহের নামে স্লোগান দাও, আর্জি বিরাটের
তারপরই ওয়াংখেড়ের দর্শকরা ‘চিকু, চিকু’ করতে থাকেন। যে নামটা ধরে তাঁকে মহেন্দ্র সিং ধোনি ডাকতেন, সেই নামটা শুনে মুচকি হাসি হাসতে থাকেন বিরাট। তারপর তিনি বলেন, ‘আমি আসলে যেটা চাই, সেটা হল যে একজনের জন্য সকলে বারবার হাততালি দিন। যে এই টুর্নামেন্টে আমাদের বারবার ম্যাচে ফিরিয়ে এনেছে। বারবার, বারবার। ও যা করেছে শেষে, সেটা ভাষায় ব্যাখ্যা করা যায় না। অভাবনীয়। দয়া করে জসপ্রীত বুমরাহের জন্য সকলে হাততালি দিন।’
বুমরাহকে ‘জাতীয় সম্পদ বা অষ্টম আশ্চর্য’ ঘোষণা করা হবে?
আর সেই রেশ ধরেই সঞ্চালক গৌরব কাপুর বলেন, ‘আমি একটা জিনিস ভাবছি। সেটা হল যে জসপ্রীত বুমরাহকে ভারতের জাতীয় সম্পদ বা (পৃথিবীর) অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করার জন্য একটি পিটিশন শুরু করব। বিরাট, আপনি কি প্রথম ব্যক্তি হিসেবে সেই পিটিশনে স্বাক্ষর করবেন?’ সেই প্রশ্নের জবাবে বিরাট বলেন, ‘আমি এখনই সেই পিটিশনে সই করব। ও কবে কী খেলবে, সেটা ও ঠিক করুক। আমি চাই যে ও যতদিন বেশি খেলতে পারে, ততদিন খেলুক। কারণ ওর মতো বোলার প্রজন্মে একজনই আসে। ভাগ্যিস ও আমাদের দলে খেলে।’
বুমরাহের অবিশ্বাস্য বিশ্বকাপ
বিরাট যে কথাগুলো বলেছে, তাতে একটাও বেশি-বেশি কিছু নেই। কারণ এবার বিশ্বকাপে অবিশ্বাস্য খেলেছেন বুমরাহ। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন। আটটি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেটের তালিকায় তিনে থাকলেও বুমরাহ যে প্রভাব ফেলে গিয়েছেন, তা অবিশ্বাস্য গড় ৮.২৬। ইকোনমি রেট ৪.১৭। তাঁর চারটি ওভার এখন বিপক্ষে কাছে ত্রাস হয়ে গিয়েছে। ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে বা ফাইনালে জিতেছে, সেগুলির প্রতিটি ম্যাচেই টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরান বুমরাহই।