ভারতের বিরুদ্ধে নাগপুরে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ৪ উইকেটের পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভারতের কাছে এটি ইংল্যান্ডের দ্বিতীয় পরাজয়। ব্যাটিং বিপর্যয় আবারও ইংল্যান্ডের হারের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরাজয় এসেছে মুম্বইয়ে রবিবার অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টির ১৫০ রানের বিশাল পরাজয়ের পর। সেই ম্যাচে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।
শুরুটা ভালো করেও ভেঙে যায় ইংল্যান্ডের ইনিংস-
যদিও এবার ম্যাচটি ওয়ানডে ফরম্যাটে ছিল, ইংল্যান্ডের ভাগ্যের পরিবর্তন হয়নি। ২৪৮ রানে অলআউট হওয়ার পরও তারা আরও ভালো পারফরম্যান্সের আশা করেছিল, বিশেষ করে দুর্দান্ত শুরু করার পরে। ফিল সল্ট (২৬ বলে ৪৩) ও বেন ডাকেট (২৯ বলে ৩২) উড়ন্ত সূচনা এনে দেন, এবং মাত্র ৯ ওভারের মধ্যেই ইংল্যান্ডের দলীয় স্কোর পৌঁছে যায় ৭৫-০ তে। বিশেষ করে হর্ষিত রানার এক ওভারে ২৬ রান নিয়ে ঝড় তোলেন সল্ট।
আরও পড়ুন … IND vs ENG 1st ODI-এর পরে মাঠের মধ্যেই কোচ-ক্যাপ্টেনের দীর্ঘ মিটিং! রোহিত-গম্ভীরের ভিডিয়ো ঘিরে জল্পনা
কিন্তু এরপরই ইংল্যান্ডের ইনিংস দ্রুত ভেঙে পড়ে। মাত্র ৮ বলে ২ রানে ৩টি উইকেট হারায় তারা। এই বিপর্যয়ের সূচনা হয় সল্ট ও ডাকেটের ভুল বোঝাবুঝির কারণে একটি হাস্যকর রানআউট দিয়ে। পরে অধিনায়ক জোস বাটলার ৬৭ বলে ৫২ রান করে আউট হলে আরও একবার পতনের ধাক্কা আসে। দলীয় স্কোর ১৭০-৪ থেকে আরও নীচে নেমে যায়। শেষ পর্যন্ত কেবল বাটলার ও জ্যাকব বেথেল (৫১ বলে ৬৪) অর্ধশতক হাঁকাতে সক্ষম হন।
ভারতের সহজ জয়
২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলিকে (হাঁটুর চোটের কারণে না খেলা) ছাড়া খেলতে নামা ভারত স্বাচ্ছন্দ্যে জয় তুলে নেয়। ৬৮ বল বাকি থাকতেই তারা লক্ষ্যে পৌঁছে যায়। শুভমন গিল (৯৬ বলে ৮৭ রান), শ্রেয়স আইয়ার (৩৬ বলে ৫৯ রান) এবং অক্ষর প্যাটেল (৪৭ বলে ৫২ রান) দুর্দান্ত ব্যাটিং করে ভারতের জয় নিশ্চিত করেন। যদিও শেষদিকে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা অস্থিরতা দেখা দেয়, তবে জয় পাওয়া নিয়ে কোনও সন্দেহ ছিল না। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
পরাজয়ের পরে হতাশা প্রকাশ করেন ইংল্যান্ড দলের অধিনায়ক জোস বাটলার
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে জোস বাটলার স্বীকার করেন যে, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আরও ৪০-৫০ রান যোগ করতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বিশেষ করে ম্যাচের শেষ দিকে উইকেটের আচরণ যে রকম ছিল তা বিবেচনায় করে তিনি এমনটা বললেন।
আরও পড়ুন … রোহিত বলেছে মন খুলে ইনপুট দিতে-ভাইস ক্যাপ্টেন হওয়ার অভিজ্ঞতা জানালেন ম্যাচের সেরা শুভমন
কী বললেন জোস বাটলার?
ম্যাচের পরে জোস বাটলার বলেন, ‘এই ম্যাচে জয় না পাওয়ায় হতাশ হয়েছি। পাওয়ারপ্লেতে আমরা দুর্দান্ত শুরু করেছিলাম, কিন্তু পরে উইকেট হারিয়েছি। উইকেটের শেষ দিকের আচরণ বিবেচনায় ৪০-৫০ রান বেশি করলে ভালো হত। ছেলেরা দারুণ শুরু করেছিল, একটা সময় ম্যাচের পরিস্থিতি সমানে-সমান ছিল, তবে শ্রেয়স আইয়ার দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্যাচ হাত থেকে বের করে নিয়ে গিয়েছে। আমাদের আরও ভালোভাবে খেলতে হবে ও দীর্ঘ সময় ভালো পারফর্ম করতে হবে।’ ইংল্যান্ড এখন সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। উল্লেখ্য, ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৯ ফেব্রুয়ারি উড়িষ্যায় অনুষ্ঠিত হবে।