চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে ইংল্যান্ডের অবাক করা বিদায়ের পরে জোস বাটলারের নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল আথারট। বুধবার লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে আট রানের পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। জোস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড টানা সাত ম্যাচ হারল, যার শুরু হয়েছিল ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়ে। বাটলার নিজেও ব্যাট হাতে ব্যর্থ হন, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে যথাক্রমে ২৩ ও ৩৮ রান করেন।
জোস বাটলারের সমালোচনায় নাসের হুসেইন ও মাইকেল আথারট
ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ-পরবর্তী আলোচনায় আথারটনের সঙ্গে কথোপকথনে জোস বাটলার জানান, দেশে ফিরে তিনি নিজের অবস্থান নিয়ে ভাববেন। অন্যদিকে, আথারটন ও হুসেইন মনে করেন, নেতৃত্বের ভার কখনও জোস বাটলারের জন্য মানানসই ছিল না। ২০২২ সালের মাঝামাঝি সময়ে তিনি ইয়ন মর্গ্যানের কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন … দুই ICC টুর্নামেন্টের অভিষেকেই শতরান! ইতিহাস রাচিন, এমন রেকর্ড নেই বিরাটেরও
জোস বাটলারের অধিনায়কত্বের সময় শেষ হয়ে গিয়েছে- আথারট
মাইকেল আথারট স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি মনে করি, তাঁর (জোস বাটলার) অধিনায়কত্বের সময় শেষ হয়ে গিয়েছে। ইংল্যান্ড সবসময় আইসিসি টুর্নামেন্টগুলোকে গুরুত্ব দেয়, কারণ এগুলো নিয়মিত অনুষ্ঠিত হয় এবং দলগুলো এগুলোর জন্যই প্রস্তুতি নেয়। কিন্তু ইংল্যান্ড তিনটি টুর্নামেন্টে টানা খারাপ পারফরম্যান্স করেছে।’ ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে ভরাডুবি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও কোনও বড় দলকে হারাতে না পারা এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স।
আরও পড়ুন … শেষ ওভারে ১৭ রান, পরে বোলিংয়ে বাজিমাত, WPL-র প্রথম সুপার ওভারে বাজিমাত সোফির!
জোস বাটলারকে আমি কখনও বড় নেতা হিসেবে করি না- নাসের হুসেন
মাইকেল আথারট আরও বলনে, ‘কখনও কখনও স্বীকার করতে হয় যে, বিষয়টি কাজ করছে না, এবং পরিবর্তনের সময় এসেছে। আমি মনে করি, জোস বাটলারও অন্তর থেকে সেটা বুঝতে পারছেন।’ এরপরে নাসের হুসেন বলেন, ‘বাটলারকে আমি কখনও বড় নেতা হিসেবে মনে করি না। মাঠে তার সেই ব্যক্তিত্ব নেই, যেটা ইয়ন মর্গ্যানের ছিল।’ নাসের হুসেন আরও বলেন, ‘তবে মর্গ্যানের সঙ্গে তুলনা করা কঠিন, কারণ তিনি ইংল্যান্ডের সর্বকালের সেরা হোয়াইট-বল অধিনায়ক এবং তাকে অনুসরণ করাটা কঠিন কাজ ছিল।’
আরও পড়ুন … ভারতকে চমকে দিতে চেয়েছিলেন! এবার ছাঁটাইয়ের মুখে পাকিস্তানের হেড কোচ- রিপোর্ট
নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন এসেছে- নাসের হুসেন
এরপরে নাসের হুসেন বলেন,‘কিন্তু অধিনায়ক হিসেবে বাটলার ইংল্যান্ডকে তেমন কিছু দিতে পারেননি, বরং এতে তার ব্যাটিংও ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন একজন দুর্দান্ত ব্যাটসম্যানের পারফরম্যান্স কমে যায় এবং নেতৃত্ব থেকেও লাভ হয় না, তখন পরিবর্তনের প্রয়োজন হয়।’