২০২১ সালে প্রথমবার জাতীয় দলে ডাক পান বরুণ চক্রবর্তী। মোটে ৬টি টি-২০ ম্যাচ খেলেই জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ ৩ বছর পরে ফের জাতীয় দলে ফেরেন বরুণ। কামব্যাকের পর থেকে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সেরা স্পিনারের ভূমিকা পালন করে চলেছেন কেকেআরের রহস্য স্পিনার।
কেরিয়ারের প্রথম ৬টি ম্যাচে মোটে ২টি উইকেট নেন বরুণ। তবে ফিরে আসার পরে দেশের জার্সিতে ৮টি টি-২০ ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ২০টি উইকেট দখল করেন তিনি। এই আটটি ম্যাচের মধ্যে একবার মাত্র উইকেটহীন থাকেন বরুণ।
ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৩টি উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন বরুণ চক্রবর্তী। ঘরের মাঠ চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে বরুণকে অশ্বিনের সঙ্গে তুলনা করা হলে অত্যন্ত বিনম্র শোনায় চক্রবর্তীকে। অশ্বিনের জুতোয় পা গলানোর প্রসঙ্গ উত্থাপিত হলে বরুণ স্পষ্ট জানান যে, এখনও সেই পর্যায়ে পৌঁছননি, যখন কিনা অশ্বিনের মতো কিংবদন্তির সঙ্গে তুলনা করা যায় তাঁর।
আরও পড়ুন:- Shubman Gill Hits Century: রোহিত-পন্তরা ডাহা ফেল, রঞ্জিতে ফিরে দাপুটে শতরান শুভমন গিলের
বরুণ বলেন, ‘অশ্বিনের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাই আমার কাছে বড় বিষয়। অশ্বিন তিন ফর্ম্যাটেই জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছে। আমি সবে মাত্র কামব্যাক করেছি। আমি এখনও ওর সঙ্গে তুলনায় আসার মতো কিছু করে দেখাতে পারিনি। তবে হ্যাঁ, যারাই জাতীয় দলে খেলার সুযোগ পায়, সবাই চায় দীর্ঘদিন জায়গা ধরে রাখতে। আমি আমার পথটা অনুসরণ করছি।'
বরুণ আরও যোগ করেন, ‘এখনই অশ্বিনের মতো ক্রিকেটারের জুতোয় পা গলানোর কথা ভাবছি না। অশ্বিনের জায়গা পূরণ করা সহজ নয়। ও টেস্টে ৫০০-র বেশি উইকেট নিয়েছে। সেই নিরিখে আমি ওর ধারেকাছেও আসি না।'
উল্লেখ্য, ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতের জয়ের ভিত গড়ে দেন বরুণ চক্রবর্তী। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অল-আউট হয়ে যায়। জোস বাটলার দলের হয়ে সব থেকে বেশি ৬৮ রান করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ১২.৫ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অভিষেক শর্মা ৭৯ রান করেন।