বাংলা নিউজ > ক্রিকেট > আমি সচিনের সঙ্গেও খেলেছি, পরে তাঁর ছেলের সঙ্গেও খেলেছি: অবসর নিয়ে পীযূষ চাওলার জবাব

আমি সচিনের সঙ্গেও খেলেছি, পরে তাঁর ছেলের সঙ্গেও খেলেছি: অবসর নিয়ে পীযূষ চাওলার জবাব

নিজের অবসর নিয়ে পীযূষ চাওলার উত্তর (ছবি-এক্স @PatelCricinfo_)

Piyush Chawla Retirement: একটি হাস্যকর মন্তব্য করেছেন প্রবীণ ক্রিকেটার পীযূষ চাওলা। নিজের অবসর নিয়ে কথা বলতে গিয়ে পীযূষ চাওলা বলেছেন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসরের পরেই তিনি অবসর নিতে পারেন। এরপরে তিনি সচিন ও সচিন পুত্রের একটি গল্প শোনালেন পীযূষ চাওলা।

একটি হাস্যকর মন্তব্য করেছেন প্রবীণ ক্রিকেটার পীযূষ চাওলা। নিজের অবসর নিয়ে কথা বলতে গিয়ে পীযূষ চাওলা বলেছেন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসরের পরেই তিনি অবসর নিতে পারেন। ৩৫ বছরের পীযূষ চাওলা আইপিএলে এখনও সক্রিয় রয়েছেন এবং আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন পীযূষ চাওলা। শুভঙ্কর মিশ্র শোতে, পীযূষ চাওলা বেশকিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন। অভিজ্ঞ স্পিন বোলার পীযূষ চাওলা সম্প্রতি বিরাট কোহলিকে নিয়েও একটি বিবৃতি দিয়েছেন। 

আরও পড়ুন… AFG vs NZ Test: একটা বলও খেলা হল না! জেনে নিন এর আগে কতগুলো টেস্ট এভাবে পরিত্যক্ত করা হয়েছে

৩৫ বছর বয়সি পীযূষ চাওলা বলেছিলেন, বিরাট কোহলি মোটেও বদলাননি। চাওলার এই বক্তব্য শিরোনামে ছিল। এবার এক সাক্ষাৎকারে এমন অনেক কথাই বলেছেন, যার জেরে আবারও খবরে এসেছেন পীযূষ চাওলা। সাক্ষাৎকারে তিনি রোহিত শর্মার অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন। এর পাশাপাশি তিনি পৃথ্বী শ-এর সঙ্গে সম্পর্কিত একটি ঘটনাও শেয়ার করেছেন, যেখানে তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন… AFG vs NZ Test ম্যাচ বাতিল হওয়ায় হতাশ আফগান কোচ, শ্রীলঙ্কা টেস্টের আগে বিরক্ত কিউয়ি কোচ

পীযূষ চাওলা বলেন, ‘আমি একবার পৃথ্বী শ'র সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে এখন থামতে এবং অবসর নিতে বলেছিলেন।’ এই প্রশ্নে পীযূষ চাওলা যা বললেন তা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন পৃথ্বী শ। পীযূষ চাওলা বলেন, ‘আমি সচিন পাজির সঙ্গে ক্রিকেট খেলেছি আর এখন তার ছেলের সঙ্গে খেলছি। তোমার ছেলের সঙ্গে খেলার পর আমি অবসর নেব।’ পীযূষ চাওলার এই মজরা কথা শুনে পৃথ্বী শ আর কিছু বলতে পারলেন না।

আরও পড়ুন… IND vs BAN Test: দলে যোগ দিলেন নতুন বোলিং কোচ, শুরু টিম ইন্ডিয়ার অনুশীলন! গম্ভীরের ক্লাসে অমনোযোগী কোহলি

আইপিএল-এ এখনও খেলছেন পীযূষ চাওলা

পীযূষ চাওলা এখনও সক্রিয় ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলছেন। তিনি তাঁর শেষ আইপিএল ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এ ছাড়া তিনি এখনও অবসর নেননি। ৩৫ বছর বয়সেও পীযূষ চাওলার বোলিং এখনও তীক্ষ্ণ। এই কারণে নিলামে তিনি সবসময়ই ফ্র্যাঞ্চাইজিদের পছন্দ।

আরও পড়ুন… শেন ওয়ার্নের জন্মবার্ষিকীতে প্যাট কামিন্সের কবিতা পাঠ! স্পিনের জাদুকরকে শ্রদ্ধা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

পীযূষ চাওলার কেরিয়ার কেমন ছিল?

পীযূষ চাওলার কেরিয়ার সম্পর্কে কথা বলতে গেলে, তিনি টিম ইন্ডিয়ার হয়ে তিনটি টেস্ট, ২৫টি ওডিআই এবং সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে পীযূষ চাওলা নিজের নামে নিয়েছেন ৭ উইকেট। ওয়ানডেতে তিনি ৩২ উইকেট নিলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া আইপিএলে ১৯২ ম্যাচে ১৯২ উইকেট নিয়েছেন পীযূষ চাওলা।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.