টিম ইন্ডিয়া কি পারবে আইসিসি-র শিরোপা জয়ের ১১ বছরের খরা মেটাতে? আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। আর সেই টুর্নামেন্টে রোহিত শর্মা ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন, হার্দিক পান্ডিয়াকে তাঁর ডেপুটি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই দলে প্রত্যাবর্তন করেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। বিরাট কোহলিকে নিয়ে জল্পনা থাকলেও, তাঁকেও রাখা হয়েছে ১৫ সদস্যের দলে। তবে এই দল নিয়ে বিতর্কের অন্ত নেই। ভারতের অন্যতম তারকা ওপেনার শুভমান গিলকে ১৫ জনের দলে রাখা হয়নি। পাশাপাশি রিঙ্কু সিংয়ের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে, যিনি গত এক বছরে নিয়মিত টি-টোয়েন্টি দলে ছিলেন এবং ফিনিশার হিসেবে ভালো পারফরম্যান্স করেছেন।
আরও পড়ুন: সব দলে বুমরাহ বা রশিদ নেই- ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতের সুরে সুর মেলালেন কোহলি
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপ্পা সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ শুরু হওয়ার আগে শো চলাকালীন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃষ্টির কারণে ক্রমাগত পিছিয়ে চলেছিল ম্যাচটি। পরে অবশ্য এই ম্যাচটি বৃষ্টির জেরে শেষ পর্যন্ত ভেস্তে যায়। টাইটান্স তাদের অভিযান ১২ পয়েন্টে শেষ করে এবং সানরাইজার্স প্লে অফে নিজেদের জায়গা পাকা করে ফেলে। খেলা যখন পিছিয়ে চলেছিল, সেই সময়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়েও জিও সিনিমাতে (JioCinema) আলোচনা জমে উঠেছিল।
স্কট স্টাইরিস, প্রাক্তন নিউজিল্যান্ড অলরাউন্ডার ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়েছিলেন উথাপ্পাকে। যে বিশ্বকাপে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনিল কুম্বলের মতো সিনিয়ররা খেলেননি। সরে দাঁড়িয়েছিলেন। পুরো তরুণ ব্রিগেড নিয়ে মহেন্দ্র সিং ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন করেছিল টিম ইন্ডিয়াকে। এই প্রসঙ্গ উত্থাপন করে প্রাক্তন কিউয়ি ক্রিকেটার উথাপ্পাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি বর্তমানে ভারতীয় দলের সিনিয়রদের কি একই পদক্ষেপ নেওয়া উচিত ছিল?
উথাপ্পা স্টাইরিসের সঙ্গে সম্মত হন। পাশাপাশি তিনি দাবি করেছেন যে, ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সিনিয়রদের। সেবার রোহিত শর্মা নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল। উথাপ্পার মতে, সেই বিশ্বকাপের পর ভারতের সিনিয়রদের টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকেই সরে দাঁড়ানো উচিত ছিল।
আরও পড়ুন: শ্বশুর-জামাই এবার বিশ্বকাপে শর্মাজির বেটার জন্য গলা ফাটাবো- রিল ও রিয়েলকে মিলিয়ে দার্শনিক রাহুল
উথাপ্পা বলেছেন, ‘আমি জানি, আমার কথার প্রেক্ষিতে অনেকেই আপত্তি জানাবে। কিন্তু আমি এটা বলব। আমার মনে হয়, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ওদের সরে যাওয়া উচিত ছিল। আমি মনে করি, তরুণদেরই এই বিশ্বকাপে খেলা উচিত ছিল। সিনিয়র খেলোয়াড়রা ইতিমধ্যে ওদের জায়গা করে নিয়েছে। তরুণরাও কিন্তু ওদের প্রমাণ করে চলেছে। ওরা আইপিএলে ধারাবাহিক ভাবে পারফর্ম করছে… শুভমান গিলের মতো তারকাদের মূল দলে থাকা উচিত ছিল।’
তিনি আরও যোগ করেছেন, ‘ওর (গিল) এখন যে কোনও বিশ্বকাপ দলের অংশ হওয়া উচিত। নিজের খেলার মধ্য দিয়ে ও যে সম্ভাবনা, সামর্থ্য, খিদে দেখিয়েছে, এবং ও যা অর্জন করতে চায়, তা অসাধারণ। ওর মতো অনেকরই বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের দলে সুযোগ পাওয়া উচিত।’