কানপুর টেস্টে চতুর্থ দিনে ভারতীয় দল যেমন অসাধারণ পারফরমেন্স করে। তেমনই বল হাতে নজর কেড়েছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। খুব বেশি উইকেট তিনি এদিন না পেলেও নিজের কেরিয়ারের বড় মাইলস্টোন তিনি স্পর্শ করে ফেললেন। সৌরাষ্ট্রের এই ক্রিকেটার এদিন খালিল আহমেদকে প্রথম ইনিংসে আউট করে প্রবেশ করলেন টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে।
এর আগে ভারতীয়দের মধ্যে অনীল কুম্বলে(৬১৯), রবিচন্দ্রন অশ্বিন (৫২৪),কপিল দেব(৪৩৪), হরভজন সিং (৪১৭), জাহির খান (৩১১) এবং ইশান্ত শর্মারও (৩১১) উইকেট ছিল। এবার সপ্তম ভারতীয় বোলার হিসেবেই সেই ক্লাবে প্রবেশ করলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রায় ১০ বছর পর এই কীর্তি গড়লেন জাড্ডু।
আরও পড়ুন-পঞ্চম একদিনের ম্যাচে DLS মেথডে ইংল্যান্ড বধ অজিদের! অলরাউন্ডার হেডের ম্যাজিকে সিরিজ জয়…
এমন কৃতিত্বের পর জাদেজা বলছেন, ‘ভারতের জন্য যখন তুমি কিছু অর্জন করতে পারো, সেটা সব সময়ই স্পেশাল। আমি টেস্টে বিগত ১০ বছরপ ধরে খেলছি। আর শেষ পর্যন্ত আমি এমন একটা মাইলস্টোন ছুঁতে পেরে ভালোই লাগছে। আমি নিজের জন্য গর্বিত এবং খুশি আজকের দিনে দাঁড়িয়ে’।
জাদেজা এরপর হাল্কা খোঁচা দেন সমালোচকদের, যারা এতদিন তাঁকে নিয়ে বলতেন তিনি সাদা বলের ক্রিকেটার। তাঁর কথায়, ‘এই কীর্তি আমার কাছে অত্যন্ত স্পেশাল, আর এর আনন্দ সারাজীবন থাকবে। আমি যখন শুরু করেছিলাম তখন অনেকেই বলত, আমি নাকি সাদা বলের ক্রিকেটার। কিন্তু লাল বলেও আমি অনেক পরিশ্রম করেছি, আর শেষ পর্যন্ত তাঁর ফলও হাতে নাতে পাচ্ছি’
আরও পড়ুন-BCCI AGM- নতুন ফরম্যাট অপছন্দ! আগামী বছরই ফিরছে দলীপের পুরনো নিয়ম! ICCতে প্রতিনিধি কে?
টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি আরও একটা রেকর্ডও গড়েন জাড্ডু। টেস্ট ফরম্যাটে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের পাশাপাশি ৩০০০ রানের মালিকও তিনি। সেই সুবাদেই তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামের ঠিক পিছনেই জায়গা করে নিয়েছেন। সম্প্রতি টি২০ বিশ্বকাপ জয়ের পরই ক্ষুদ্র সংস্করণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি।
আরও পড়ুন-IPL 2025- তারকারা যখন জিরো, তখন ওরাই হিরো! শশাঙ্কদের সম্মান দিতেই ম্যাচ ফি-র সিদ্ধান্ত…
ম্যাচ এই মূহূর্তে ভারতীয় দলের আয়ত্তেই রয়েছে। পঞ্চম দিনের সকালে যদি ভারতীয় বোলাররা একইভাবে চাপ বজায় রাখতে পারে বাংলাদেশ ব্যাটারদের ওপর, তাহলে জয় পেতে খুব অসুবিধা হবে না দলের। ব্যাট হাতে অবশ্য তিনি এদিন নজর কাড়তে পারেননি। সেই নিয়ে ভারতীয় দলের স্টার অলরাউন্ডার বলছেন, ‘আমি ব্যাটার হিসেবে চেষ্টা করি নিজেকে একটু সময় দিতে। বল দেখে আমি খেলার চেষ্টা করি। এখন সময় এসেছে ৮ উইকেট তুলে নেওয়ার, তারপর যেটুকু রান তাড়া করতে হবে সেটা করে ফেলার। আশা করব আমাদের বড় রান তাঁড়া করতে হবে না।’