আগামী সপ্তাহে বেকার হয়ে যাচ্ছি। কোনও চাকরি আছে? টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে মজা করে এমনই মন্তব্য করলেন ভারতের বিদায়ী হেড কোচ রাহুল দ্রাবিড়। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে রাজি হয়েছিলেন। আদতে ৫০ ওভারের বিশ্বকাপের পরে চাকরি ছেড়ে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছিলেন। তবে এবার আর চুক্তি বাড়াচ্ছেন না তিনি। নিজের শেষ ‘মিশন’-এ বিশ্বজয় করেই টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়ছেন। আর সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দ্রাবিড় মজা করেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই মজাদার উত্তর শুনে নেটিজেনরা বলতে শুরু করেছেন, আপনি এই মানুষটাকে কোনওভাবে ঘৃণা করতে পারবেন না। অনেকে আবার মজা করে বলেছেন যে দ্রাবিড়ের কাছে প্রচুর ‘অফার’ আসবে। কেউ-কেউ তো আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বা কর্ণাটক রঞ্জি দলের কোচ হওয়ার আর্জি জানিয়েছেন।
দ্রাবিড়কে ঠিক কী প্রশ্ন করা হয়েছিল? তিনি কী বলেছেন?
বিশ্বকাপ জিতিয়েই যে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, সেটা নিয়ে এক সাংবাদিক কিছুটা হালকা চালেই প্রশ্ন করেন। তিনি প্রশ্ন করেন ‘আপনি খুব দ্রুত প্রভিডেন্সকে (২৭ জুন সেই মাঠে সেমিফাইনাল খেলেছিল ভারত, তারপর বার্বাডোজে এসে ২৯ জুন ফাইনাল খেলেছে) পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি এই মাঠকে (বার্বাডোজ) পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন?’
আর সেই প্রশ্নের জবাবে মজা করে দ্রাবিড় বলেন, 'আগামী সপ্তাহ থেকে আমার জীবন একই থাকবে। শুধুমাত্র আমি বেকার হয়ে যাব। সেটাই একমাত্র পরিবর্তন হবে। আগামী সপ্তাহে শুধুমাত্র আমি বেকার হয়ে যাব। কোনও (চাকরির) অফার আছে? আর সেই কথাটা বলেই হেসে ফেলেন। সাংবাদিকরাও হেসে ফেলেন।
কিছুটা দার্শনিক দ্রাবিড়
তারপর দ্রাবিড় বলতে থাকেন, ‘এটা একটা দুর্দান্ত মুহূর্ত। আগামিদিনে কী হবে, সেটা নিয়ে এখনই ভাবতে চাই না। আশা করব যে আমি এটাকে (ভারতীয় কোচের দলের হেড কোচের দায়িত্ব) পিছনে ফেলে এগিয়ে যেতে পারব। আর সেটাই জীবন। আপনি জীবনে কঠোর পরিশ্রম করেন। তারপর জীবন আপনাকে যেখানে নিয়ে যায়, সেটার সঙ্গে মানিয়ে নেন।’
এবার ভারতের কোচ গম্ভীর?
দ্রাবিড়ের পরে ভারতের হেড কোচ কে হবেন, তা নিয়ে আপাতত বিসিসিআইয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে আপাতত যে ইঙ্গিত মিলেছে, তাতে টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ হতে চলেছেন ভারতের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। যিনি খেলোয়াড় হিসেবে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের একদিনের বিশ্বকাপ জিতেছিলেন। দুটি বিশ্বকাপের ফাইনালেই ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।