দেওয়াল লিখনটা আগে থেকেই পড়া যাচ্ছিল। শেষমেশ সত্যি হল সম্ভাবনা। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া চেয়ারে বসে পড়লেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হলেন মেন্টর হিসেবে কেকেআরকে আইপিএল জোতানো প্রাক্তন ভারতীয় তারকা।
মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে গম্ভীরকে কোচ নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়। অবশ্য তার আগেই সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের হটসিটে বসে পড়ার খবর জানান বোর্ড সচিব জয় শাহ। বোর্ডের তরফে জানানো হয় যে, অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েককে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতভাবে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ বেছে নিয়েছে।
বোর্ডের তরফে জাতীয় দলের নতুন হেড কোচকে স্বাগত জানান সভাপতি রজির বিনি ও সচিব জয় শাহ। প্রতিক্রিয়া মেলে গম্ভীরেরও। নতুন দায়িত্ব হাতে নিয়ে গম্ভীর বোর্ডের বিজ্ঞপ্তিতে জানান, ‘আমার তেরঙ্গা, আমার দেশবাসী, আমার দেশের সেবা করতে পারা অত্যন্ত সমানের। দৃষ্টান্তমূলক সাফল্যের জন্য এই অবসরে আমি রাহুল দ্রাবিড় ও তাঁর সার্পোর্ট স্টাফের দলকে অভিনন্দন জানাতে চাই। ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়ে আমি সম্মনিত এবং রোমাঞ্চিতও।’
আরও পড়ুন:- ICC POTM Award: ভারতের যে ৮ জন ক্রিকেটার 'প্লেয়ার অফ দ্য মনথ' পুরস্কার জিতেছেন
গম্ভীর আরও জানান, ‘খেলোয়াড় জীবনে অত্যন্ত গর্বের সঙ্গে আমি ভারতের জার্সি গায়ে চাপিয়েছি। নতুন ভূমিকাতেও তার অন্যথা হবে না। ক্রিকেট আমার আবেগ। আমি বিসিসিআই, হেড অফ ক্রিকেট লক্ষ্মণ, সাপোর্ট স্টাফ এবং সর্বোপরি খেলোয়াড়দের সঙ্গে নিবিড় সামঞ্জস্য রেখে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। সকলে মিলে পরিশ্রম করে সামনের টুর্নামেন্টগুলিতে সাফল্য মিলবে বলেই আমার বিশ্বাস।'
সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের প্রতিক্রিয়া
গম্ভীর পরে সোশ্যাল মিডিয়াতেও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। টুইটার ও ইনস্টাগ্রামে জাতীয় পতাকার ছবি পোস্ট করে গম্ভীর লেখেন, ‘ভারতই আমার পরিচিতি। দেশের সেবা করতে পারা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। নতুন ভূমিকায় হলেও ফিরে আসতে পেরে আমি গর্বিত। তবে বরাবরের মতো আমার উদ্দেশ্য হবে একটাই, দেশবাসীকে গর্বিত করা। ১৪০ কোটি মানুষের স্বপ্ন রয়েছে টিম ইন্ডিয়ার কাঁধে। এই স্বপ্নগুলো সত্যি করার জন্য নিজের ক্ষমতা অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব।’
উল্লেখ্য, টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের দৌড়ে গৌতম গম্ভীরকে কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দিয়েছিলেন ডব্লিউভি রামন। ক্রিকেট উপদেষ্টা কমিটির সামনে চমকপ্রদ ইন্টারভিউ দেন তিনি। তবে শেষমেশ বাজিমাত করেন গম্ভীর।