বাংলা নিউজ > ক্রিকেট > IND vs BAN: বিশ্বকাপে স্পিনিং পিচ? স্লো-পিচে ভালো ব্যাটিংয়ের চেষ্টা করছি, বললেন গিল

IND vs BAN: বিশ্বকাপে স্পিনিং পিচ? স্লো-পিচে ভালো ব্যাটিংয়ের চেষ্টা করছি, বললেন গিল

শুভমন গিল। ছবি-এএফপি (AFP)

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। আক্ষেপ রয়েছে শুভমনের গলায়। তবে স্লো পিচে আরও ভালো ব্যাটিং করতে চান এই তরুণ।

এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। আগামীকাল অর্থাৎ রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে তারা। তবে তার আগে গতকাল অর্থাৎ শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে বড় ঝাটকা খেয়েছে ভারতীয় দল। শাকিব-আল-হাসানদের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে ৬ রানে ম্যাচ হারতে হয়েছে শুভমন গিলদের। এই ম্যাচ হারলেও ভারতীয় তরুণ ওপেনার শুভমন গিল শতরান করেন। ম্যাচ হারের পর তিনি জানান, ধীরগতির পিচে নিজেদের ব্যাটিং দক্ষতা আরও উন্নতি করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় দল।

বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলের অনেক ক্রিকেটারকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি থেকে জসপ্রীত বুমরাহরা খেলেননি এই ম্যাচে। ভারতীয় বোলিং বিভাগও বেশ রান দিয়ে ফেলে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন রোহিতরা। তবে ধীর গতির পিচে স্পিনারদের বিরুদ্ধে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটিং। একা কুম্ভের মত লড়াই করে যান তরুণ তুর্কি গিল। ১৩৩ বলে ১২১ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের গিল জানান এই জায়গায় দলের নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, তারা সেই চেষ্টায় চালাচ্ছেন।

(এশিয়া কাপের পয়েন্ট তালিকা দেখার জন্য ক্লিক করুন এখানে)

তিনি বলেন, 'এই জায়গাটাই আমাদের নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে উন্নতির জন্য খাটছিও। এখানে এশিয়া কাপ খেলতে আসার আগে বেঙ্গালুরুতে আমাদের একটা শিবির হয়। সেখানে এই ধরনের উইকেটেই আমরা অনুশীলন করেছি। আমাদের সামনে বিশ্বকাপ রয়েছে। একদিনের বিশ্বকাপ একটা অনেক লম্বা সময়ের টুর্নামেন্ট যেখানে যত সময় এগোবে পিচ তত ধীরগতির হতে থাকবে। একজন ব্যাটারের পক্ষে স্ট্রাইক রেটের করে ডট বলের সংখ্যা কমানো খুব একটা সহজ বিষয় নয়। আমাদের ব্যাটিং ইউনিট এর পক্ষ থেকে আমরা এই বিষয়ে খেয়াল রাখছি।'

(এশিয়া কাপে কার কবে খেলা জানার জন্য ক্লিক করুন এখানে)

প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় দলের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শুভমন জানান, ব্যাটাররা দেরিতে বল খেলার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, 'এই উইকেটে খুচরো রান নেওয়া অতটা সহজ ছিল না। তাই আমরা ব্যাটে বল আসার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিই। ধীরগতির উইকেটে আমরা সাধারণত বড় রান পাই। তাই দেরিতে বল খেলার চেষ্টা করছিলাম। তবে আমি যখন আউট হই তখন আমার হাতে অনেক সময় ছিল। আক্রমনাত্মক ভঙ্গিতে না খেলে ধীরে ধীরে খেলা চালিয়ে ম্যাচটা বার করে আনা উচিত ছিল আমার। তবে ভাগ্যবান যে এটা ফাইনাল ম্যাচ ছিল না। এটাকে আমি শিক্ষণমূলক ম্যাচ হিসাবে দেখতে চাই। আসলে খেলার সময় উত্তেজনার বশে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়। আমাদের বোলাররা পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর ম্যাচ খেলেছে পরে ওদের বিশ্রাম দেওয়ার প্রয়োজন ছিল। যাতে ফাইনালে ভালোভাবে ফিরে আসতে পারে।'

(এশিয়া কাপের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/cricket/asia-cup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন