শুভব্রত মুখার্জি:- চলতি মাসেই ভারতের বিরুদ্ধে সিরিজ শেষ হয়েছে শ্রীলঙ্কার। অন্তর্বর্তীকালীন কোচ সনথ জয়সূর্যর প্রশিক্ষণে তারা টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজে দারুন কামব্যাক করেছে তারা। তাদের পরবর্তী সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগেই এবার বড় সিদ্ধান্ত নিল ক্রিকেট শ্রীলঙ্কা। ইংল্যান্ড সিরিজের জন্য তাদের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বেলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করল শ্রীলঙ্কা ক্রিকেট।৪২ বছর বয়সী প্রাক্তন ডানহাতি তারকা ব্যাটার আপাতত ইংল্যান্ড সিরিজেই দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।আপাতত এই সিরিজের শেষ পর্যন্ত তিনি কাজ করবেন বলে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে।ইয়ান বেলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন ‘ইংল্যান্ডের পরিস্থিতির বিষয়ে অসীম জ্ঞান রয়েছে বেলের। এই বিষয়ে তিনি ক্রিকেটারদের তাদের ব্যাটিংয়ে সহায়তা করতে পারবেন। আর সেই কারণেই আমরা ইয়ানকে নিয়োগ করেছি । তাঁর ইংল্যান্ডে খেলার প্রচুর অভিজ্ঞতা আছে। আমাদের বিশ্বাস, তাঁর ইনপুট এই গুরুত্বপূর্ণ সফরে আমাদের দলকে ব্যাটিংয়ের ক্ষেত্রে সহায়তা করবে।’
আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…
প্রসঙ্গত বেন স্টোকসদের বিপক্ষে শ্রীলঙ্কার ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২১ অগস্ট।এই সিরিজ শুরুর আগে অর্থাৎ ১৬ অগস্ট থেকে বেল কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে শ্রীলঙ্কার তরফে।২০২০ সালে ক্রিকেটকে আলবিদা জানান ইয়ান বেল। ২২ গজ থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হন বেল। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ পুরুষ দল ও ইংল্যান্ড লায়ন্স (‘এ’ দল) দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইয়ান বেল জাতীয় দলের হয়ে ১১৮ টি টেস্টে খেলেছেন। করেছেন ৭৭২৭ রান। রয়েছে ২২টি শতরান। এ ছাড়াও বিগ ব্যাশের সহকারী কোচ,ডার্বিশায়ারের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।এর পাশাপাশি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে তিনি নিউজিল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে ও কাজ করেছেন।দ্য হানড্রেডে বার্মিংহাম ফিনিক্সের কোচ হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার টেস্ট তিনটি টেস্ট খেলবে। ২১ -২৫ অগস্ট খেলা হবে ম্যাঞ্চেস্টারে। ২৯ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট খেলা হবে লর্ডসে। ৬-১০ সেপ্টেম্বর তৃতীয় টেস্টে খেলা হবে ওভালে। এই সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন ধনঞ্জয়া ডি সিলভা।