শুভব্রত মুখার্জি: ১৭ তম আইপিএলের আসরটা একেবারেই ভালো কাটেনি ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। মরশুম শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্বের দায়িত্ব তাঁকে দেওয়া হয় পাঁচ বারের শিরোপাজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে। প্লে-অফে যেতে ব্যর্থ হয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট হাতেও একেবারেই ভালো পারফরম্যান্স ছিল না তাঁর। তার পরেও টি-২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে জায়গা করে নেন তিনি। যা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন ওঠে।এমন আবহেই তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন তারকা ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ। তাঁর মতে, আইপিএলের পারফরম্যান্স অতীত। টি-২০ বিশ্বকাপে দারুণ ভাবে ফিরে আসবেন হার্দিক পান্ডিয়া। এমনটাই মনে করেন তিনি।
আরও পড়ুন: ভারতীয় দলকে নিঃসন্দেহে কোচিং করাতে পছন্দ করব- এবার নিজের মনের ইচ্ছের কথা প্রকাশ করলেন সৌরভ
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন হার্দিক পান্ডিয়া। আর তার পরেই তাঁর পাশে দাঁড়িয়েছেন ইয়ান বিশপ। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ যে এখনও ঠিক হয়নি, জানিয়েছেন রোহিত শর্মা। তবে বিশপ মনে করেন, ভারতীয় দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিশ্চিত ভাবেই প্রথম একাদশে খেলবেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে হার্দিককে। বিশপ মনে করেন, বিশ্বকাপেও হার্দিককে এই ভূমিকাতেই দেখা যাবে। এর পরেই বিশপ মনে করেছেন যে, বিশ্বকাপে অন্য পান্ডিয়াকে দেখা যাবে। তাঁর মতে, আইপিএলের পারফরম্যান্স অতীত। বিশ্বকাপে একেবারে অন্যরকম পান্ডিয়াকে দেখা যাবে।
আরও পড়ুন: ভারত কি এখনও T20 World Cup-এর জন্য প্রস্তুত নয়? ভারতের প্রাক্তনী তুলে দিলেন বড় প্রশ্ন
টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে এক সাক্ষাৎকারে ইয়ান বিশপ বলেছেন, ‘আমি মনে করি পান্ডিয়ার পার্সোনালিটি খুব কঠিন। খুব দৃঢ় পার্সোনালিটি। আমি মনে করি, দলের বাকিরা নিশ্চয় এই কঠিন সময়ে ওর পাশে ছিল এবং থাকবে। আইপিএলেও যা সহ্য করেছে হার্দিক, তাতে নিশ্চিত সবাই ওর পাশে থাকবেই। অনেক কিছুই ওর হাতে ছিল না । তাও ওকে অনেক কথা শুনতে হয়েছে। আর আমি মনে করি, দর্শকদের কাছে খুব খারাপ কথা শুনতে হয়েছে। অনেক সময়েই বিনা কারণে শুনতে হয়েছে। আমি আশা করেছিলাম, সমর্থকরা একটু বুঝবে বিষয়টা, অন্য রকম ভাবে অ্যাপ্রোচ করবে। তবে এটাও ঠিক, ওদের অধিকার রয়েছে যা দেখছে, সেই বিষয়ে মতামত দেওয়ার। তবে আমি এটাই মনে করি, দিনের শেষে তোমাকে লড়াইতে টিকে থাকতে হবে। অনেক সময় জীবন তোমাকে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে নিয়ে যায়। তবে আমি মনে করি, এই সময়ে তোমাকে ময়দানে টিকে থাকতে হবে। তাহলেই সাফল্য আসবে। হার্দিক সেটা করেছে। আর আমি তাই মনে করি, আইপিএলের পারফরম্যান্স অতীত বিশ্বকাপে হার্দিক ভালো পারফরম্যান্স করবে।’