অস্ট্রেলিয়ায় বল বিকৃত করার অভিযোগ উঠেছে ভারত এ দলের ক্রিকেটারদের বিরুদ্ধে। এই ঘটনায় অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট-রক্ষক ইয়ান হিলি বিশ্বাস করেন ভারত এ দলের খেলোয়াড়রা বল নিয়ে কিছু কারসাজি করেছিলেন। যেই কারণে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে চার দিবসীয় ক্রিকেট ম্যাচের চতুর্থ দিনে বল পরিবর্তন করতে হয়েছিল আম্পায়ারকে। অজি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইশান কিষানরা বল ট্যাম্পারিং করেছেন। ২২৪ রান ডিফেন্ড করার সময় অনফিল্ড আম্পায়ার শন ক্রেগ ভারতীয় ক্রিকেট টিমের হাতে নতুন বল তুলে দেন। স্টাম্প মাইকে আম্পায়ারকে বলতে শোনা যায়, ‘যখন বলে স্ক্র্যাচ করা হয়েছে, আমরা বল পরিবর্তন করব। আর কোনও কথা নয়।’ এরপরেই ভারতীয় ক্রিকেটারদের তরফে প্রতিবাদ জানানো হয়। ইশান কিষান সরাসরি আম্পায়ারকে উদ্দেশ্য করে বলেন ‘এটা বোকার মতো সিদ্ধান্ত।’ এরপরেই ক্রেগ তাঁকে ‘অনুপযুক্ত’ আচরণের জন্য সতর্ক করেন।
যদিও ম্যাচ ৭ উইকেটে জয়ের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট দল জানায়, খেলার জন্য বল খারাপ হয়েছিল। তাই বল পরিবর্তন করা হয়েছিল। এই বিষয়ে কারোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু এটা বিশ্বাস করতে নারাজ প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান হিলি। SEN রেডিওতে তিনি বলেন, ‘যদি দেখো কোনও দল বল পরিবর্তন করা নিয়ে অভিযোগ করছে, তাহলে বুঝতে হবে ওরা কিছু একটা করেছে। ইন্ডিয়া এ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চাপে রাখার জন্য রিভার্স সুইংয়ের পরিকল্পনা করেছিল। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট খুব ছোট ছিল এবং ওরা ওদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেনি। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে এটা কোনও ব্যাপার ছিল না, ওরা মাথা ঠান্ডা রেখে খেলে গেছে।’
হিলি ভারতের প্রেস কনফারেন্স এড়িয়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ভারত এবিষয়ে নিশ্চই কিছু জানত। এই কারণেই তারা মিডিয়ার সামনে আসতে অস্বীকার করে।’ ম্যাচে অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন এবং ওপেনার নাথান ম্যাকসোয়েনি দুরন্ত ব্যাট করেন। তিনি ৩৯ এবং ৮৮ রান করেছিলেন। যেই কারণে অস্ট্রেলিয়া সহজেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। ২৫ বছরের এই ক্রিকেটার অস্ট্রেলিয়া সিনিয়র দলের ওপেনার হওয়ার অন্যতম দাবিদার বর্তমানে। ম্যাচের পর ম্যাকসোয়েনি বলেছিলেন, ‘সত্যি বলতে আমরা এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করিনি। আমি ব্যাট করছিলাম। এবং আম্পায়ার জানান, বল বদল করা হচ্ছে। বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কেন বল বদলানো হল। কারণ বলে কোনও পরিবর্তন আমি অন্তত লক্ষ্য করিনি।’