ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ যেদিন থেকে আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সেদিন থেকেই অশনি সংকেত দেখতে পাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। এক আশঙ্কায় তাঁরা ভুগছেন। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি বুঝি তাঁদের দেশ থেকে সরিয়ে নেওয়া হতে পারে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে ধনি ক্রিকেট বোর্ড। আর দ্বিতীয়ত জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসছেন ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। ফলে জয় শাহ যদি না চান পাকিস্তানে ভারত খেলতে যাক, তাহলে সেদেশ থেকে ভারতের ম্যাচ বাইরে পাঠানো হতে পারে। সেক্ষেত্রে ভারতের পাশাপাশি একই গ্রুপে থাকা দলের ম্যাচও অন্য দেশে আয়োজন করতে হবে।
এই সব আশঙ্কা জল্পনার মধ্যে অবশ্য পাক ক্রিকেট বোর্ডকে স্বস্তি দিলেন আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার জিওফ অ্যালার্ডাইস। তিনি পিসিবিকে আশ্বস্ত করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অন্য কোথাও সড়বে না। আসলে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে আর কোনওরকম ম্যাচ খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। কারণ সিমান্তে বারবার পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ভারতীয় সেনার ওপর হামলা চালানোর পর সেদেশ গিয়ে ঠাই পায়। সন্ত্রাস বন্ধ না করলে সেদেশে খেলা সম্ভব নয়, আগেই বলেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও কেন্দ্রের তরফে স্পষ্টবার্তা রয়েছে বিসিসিআইকে, যে পাকিস্তানে বিরাটদের খেলতে পাঠানো যাবে না। এই আবহেই এবার বার্তা এল আইসিসির তরফে, যদিও তাতে খুব একটা যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে তাতে খুব নিশ্চিন্তে থাকছে তেমনটাও কিন্তু নয়।
অতীতে দেখা গেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট থাকাকালীন জয় শাহ, পাকিস্তান থেকে এশিয়া কাপের ভারতের ম্যাচ সরিয়ে দিয়েছিলেন হাইব্রিড মডেল লাগু করে। ফলে পাকিস্তানে বাবর আজমরা নিজেদের ম্যাচ খেললেও ভারতসহ বেশ কয়েকটি দলই বিদেশে খেলেছিল, ফলে সেদেশে আকর্ষণ কমেছিল প্রতিযোগিতার। এমনকি পাকিস্তানকেও ভারতের বিপক্ষে খেলতে হয়েছিল নিউট্রাল ভেনুতে। এই আবহে যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও তেমন হয় তাহলে তো আর্থিক দিক থেকেও ক্ষতি হবে পাক বোর্ডের, সেই জন্যই চিন্তা থেকেই যাচ্ছে মোহসিন নকভির বোর্ডের।
এতদিন পর্যন্ত সেই চিন্তা না থাকলেও আইসিসির চেয়ারম্যান পদে জয় শাহের আসাই ঘুম উড়িয়ে দিয়েছে পাক বোর্ডের। কারণ বহু দিন পর সেদেশে আইসিসির প্রতিযোগিতা হওয়ায় সব ক্রিকেটের শক্তিধর দেশগুলোর সেখানে যাওয়ার কথা। আইসিসির সিইও জানিয়েছেন অতীত ভুলে ভারত বাদে সব দেশই পাকিস্তানে খেলতে যেতে রাজি। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ হওয়ার কথা, এর মধ্যে ভারতের ম্যাচ রয়েছে লাহোরে।