সদ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ। এবার সোজা অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেন তিনি। ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক্স কমিটির বৈঠকে যোগ দিলেন শাহ। নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে জানালেন এই কথা। অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্তির পিছনে জয় শাহের অবদান রয়েছে বিরাট। তাঁর প্রচেষ্টায় ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট ইভেন্ট দেখা যাবে। এর আগে ১৯০০ সালে অলিম্পিক্সের মঞ্চে ক্রিকেট আয়োজিত হয়েছিল। যখন ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্তির কথা ঘোষণা হয় তখন BCCI-এর সচিব ছিলেন জয় শাহ।
তখন তিনি প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, ‘ICC অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার যেই পদক্ষেপ নিয়েছে BCCI তার কট্টর সমর্থক। আমরা এই দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে ছিলাম। এটা ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। ক্রিকেটকে অলিম্পিক্সে অন্তর্ভুক্তির জন্য আমরা সব সময় সচেষ্ট।’ জানা গেছে, শাহ অলিম্পিক্স গেমস ২০৩২ সম্পর্কিত সভায় যোগ দিয়ে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। প্রথম থেকেই তিনি ক্রিকেটকে বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে জোর দিয়েছিলেন। এখন ICC চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সেই কাজটাকেই আরও দ্রুততার সঙ্গে করতে চাইছেন। শুধু ২০২৮ বা ২০৩২ নয়, ২০৩৬ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক্সেও ক্রিকেটকে দেখা যাবে।
প্রসঙ্গত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিছুদিন আগে ICC-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সর্বকনিষ্ঠ ICC চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। জগমোহন ডালমিয়া (১৯৯৭-২০০০ সাল পর্যন্ত সভাপতি), শারদ পাওয়ার (২০১০-২০১২ সাল পর্যন্ত সভাপতি), এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫ পর্যন্ত চেয়ারম্যান) এবং শশাঙ্ক মনোহর-এর (২০১৫-২০২০ সাল পর্যন্ত চেয়ারম্যান) পরে শাহ পঞ্চম ভারতীয় যিনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পদে বসলেন।
উল্লেখ্য, এই মুহূর্তে ভারতও অস্ট্রেলিয়া সফরে রয়েছে। জানা যাচ্ছে, ব্রিসবেনে রোহিতরা যেই হোটেলে রয়েছেন সেখানেই গিয়ে উঠেছেন জয় শাহ। আশা করা হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। শনিবার থেকে গাব্বায় তৃতীয় টেস্ট খেলতে নামবে রোহিত-বিরাটরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সিরিজ। পরের বছর WTC-র ফাইনাল খেলতে হলে এই সিরিজে জিততেই হবে ভারতকে। বর্তমানে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে রয়েছে ভারত। ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।