বাংলা নিউজ > ক্রিকেট > ICC Champions Trophy India Squad: ২০২৩ ও ২০২৪ সালের বিশ্বকাপের ফর্মুলায় দল তৈরি ভারতের, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার মধ্যে রোহিত শর্মা। (AFP)

ICC Champions Trophy India Squad: ২০২৩ ও ২০২৪ সালের বিশ্বকাপের ফর্মুলায় দল তৈরি ভারতের, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে?

ICC Champions Trophy 2025 Highlights: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্মুলায় দল সাজানো হল। কে কে দলে আছেন? তা দেখে নিন।

ICC Champions Trophy 2025 India's Squad Announcement Highlights: ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের মতো প্রথম ছয়ের ব্যাটিং আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো চার স্পিনার তত্ত্ব - দুই ফর্মুলার মিশ্রণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত। দলে আছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (ফিটনেস সার্টিফিকেট পেলে তবে), মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্ত।

18 Jan 2025, 03:10:31 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: ২০২৩ ও ২০২৪ সালের বিশ্বকাপের ফর্মুলায় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে ভারত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চারজন স্পিনারকে রাখা হল। তাঁদের মধ্যে তিনজন অলরাউন্ডার - অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। মহম্মদ সিরাজকে বাদ দেওয়া হল। যিনি ২০২৩ সালের বিশ্বকাপে ভালো খেলেছিলেন। তিনজন পেসার আছেন - জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং আর্শদীপ সিং। ২০২৩ সালের বিশ্বকাপের ব্যাটিং একাদশই রাখার ইঙ্গিত দেওয়া হল। যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্ত ব্যাক-আপ। আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার স্পিনার নিয়ে গিয়েছিল ভারত।

18 Jan 2025, 03:05:46 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: ইংল্যান্ড সিরিজের দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত এবং হর্ষিত রানা।

18 Jan 2025, 03:04:50 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: ইংল্যান্ড সিরিজের দল একই, শুধু নেই বুমরাহ

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একই দল ঘোষণা করা হল। একমাত্র ইংল্যান্ড সিরিজের দলে নেই জসপ্রীত বুমরাহ। তাঁর পরিবর্তে দলে আছেন হর্ষিত রানা। যে সিরিজটা একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হবে।

18 Jan 2025, 02:57:06 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (ফিটনেস সার্টিফিকেট পেলে তবে), মহম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্ত। মহম্মদ সিরাজকে বাদ দেওয়া হল

18 Jan 2025, 02:55:05 PM IST

LIVE: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে এলেন রোহিত ও আগরকর, কে কে আছেন?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করছে ভারত। সাংবাদিক বৈঠকে হাজির নির্বাচক প্রধান অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে পরপর ধাক্কার পরে মেগা আইসিসি টুর্নামেন্টে কামব্যাক করতে পারবে ভারত? দলে কে কে থাকছেন? সেইসব যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য হিন্দুস্তান টাইমস বাংলায় লাইভ ব্লগে চোখ রাখুন।

18 Jan 2025, 02:07:11 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কোনও ‘শক’? রোহিতদের দীর্ঘ বৈঠকে শুরু কানাঘুষো

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি কোনও ‘শক’ অপেক্ষা করে আছে? ভারতীয় ক্রিকেট বোর্ডের দফতরে রোহিত শর্মাদের দীর্ঘ বৈঠক দেখে কানাঘুষো শুরু করে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। যদিও তিনি নিজে জানান যে এরকম কিছু ‘শক’-র আশা করছেন না।

18 Jan 2025, 01:51:04 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: জটিল কিছু আলোচনা বৈঠকে?

কখন আসবেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা? সেই অপেক্ষায় আছেন সকলে। আপাতত নির্বাচক কমিটির বৈঠক চলছে। আর তাতে কী আলোচনা হচ্ছে, সেটা ভেবেই মাথা চুলকোচ্ছেন অনেকে।

18 Jan 2025, 01:37:41 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: বুমরাহের কী অবস্থা?

ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহের যে চোট লেগেছে, সেটা ওয়ার্কলোড সংক্রান্ত। অস্ট্রেলিয়ায় তাঁর উপরে মারাত্মক চাপ গিয়েছিল। নয় ইনিংসে ১৫১.২ ওভার বোলিং করেছিলেন (তাও নবম ইনিংসে পুরো বোলিং করেননি)। আর সেই পরিস্থিতিতে তাঁকে কমপক্ষে পাঁচ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

18 Jan 2025, 01:16:04 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: দলে ‘সারপ্রাইজ’? রোহিতদের এতক্ষণ বৈঠক চলায় অনুমান প্রাক্তন তারকার

ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া দাবি করেন, বেলা ১২ টা ৩০ মিনিট থেকে সাংবাদিক বৈঠক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ যখন এতক্ষণ বৈঠক চলছে, তখন মনে হচ্ছে যে কিছু একটা ‘সারপ্রাইজ’ থাকলেও থাকতে পারে। অর্থাৎ ‘সারপ্রাইজ’ নির্বাচন হতে পারে।

18 Jan 2025, 01:04:40 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: মিটিং করছেন রোহিতরা! তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

এখনও সাংবাদিক বৈঠক শুরু হয়নি নির্বাচক প্রধান অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, আপাতত বৈঠক করছেন তাঁরা। সেই বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করবেন তাঁরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে।

18 Jan 2025, 01:01:21 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের প্রাথমিক দল কী ছিল?

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিষান, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব।

18 Jan 2025, 12:48:09 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: এখনও শুরু হয়নি সাংবাদিক বৈঠক

বেলা ১২ টা ৩০ মিনিট থেকে সাংবাদিক বৈঠক শুরু হওয়ার কথা ছিল। নির্বাচক প্রধান অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা চলে এলেও এখনও সাংবাদিক বৈঠক শুরু করা হয়নি।

18 Jan 2025, 12:36:32 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: সঞ্জুকে দলে রাখার পক্ষে সওয়াল গাভাসকরের

ভারতের প্রাক্তন তারকা সুনীল গাভাসকরের মতে, ভারতীয় দলে থাকা উচিত সঞ্জু স্যামসনের। তাঁর মতে, সঞ্জুর থাকা উচিত। যদিও সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, বিজয় হাজারে ট্রফিতে না খেলার জন্য তাঁর উপরে বিরক্ত হয়ে আছেন নির্বাচকরা। তাই তাঁকে হয়তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে না।

18 Jan 2025, 12:25:38 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: BCCI দফতরে পৌঁছালেন রোহিত

মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দফতরে এসে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিছুক্ষণ পরেই অজিত আগরকরের সঙ্গে সাংবাদিক বৈঠক শুরু করবেন। এসে গিয়েছেন আগরকরও।

18 Jan 2025, 12:20:25 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ (ফিটনেসের উপরে নির্ভর করছে), কুলদীপ যাদব (ফিটনেসের উপরে নির্ভর করছে), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটকিপার), আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল/ওয়াশিংটন সুন্দর।

18 Jan 2025, 12:10:05 PM IST

ICC Champions Trophy India Squad LIVE: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ মহড়া

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রথম ম্যাচ হবে ৬ ফেব্রুয়ারি (নাগপুর)। দ্বিতীয় ম্যাচ হবে ৯ ফেব্রুয়ারি (কটক)। আর তৃতীয় ম্যাচ হবে আমদাবাদে (১২ ফেব্রুয়ারি)। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে উড়ে যাবে দু'দল।

18 Jan 2025, 11:53:59 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: ‘বাউন্সার’ ধেয়ে আসতে পারে রোহিতের দিকে, সামলাতে পারবেন?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার থেকেও রোহিত শর্মাকে ‘বাউন্সার’ সামলাতে হতে পারে টেস্টের পারফরম্যান্স নিয়ে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে যে ভয়াবহ পারফরম্যান্স হয়েছে, তারপর যে সব সংঘাতের জল্পনা শুরু হয়েছে, তা নিয়ে রোহিতের প্রচুর প্রশ্ন ধেয়ে আসতে পারে। শর্ট বল খেলতে ভালোবাসা রোহিত কি সেই বাউন্সার সামলাতে পারবেন? 

18 Jan 2025, 11:36:25 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: ১ ঘণ্টাও বাকি নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল আসতে

আর এক ঘণ্টাও বাকি নেই। তারপরই শুরু হবে নির্বাচক প্রধান অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মার সাংবাদিক বৈঠক। ঘোষণা করা হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধেও তিন ম্যাচের সিরিজের দল ঘোষণা করা হবে।

18 Jan 2025, 11:23:23 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার কে হবেন?

২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে কেএল রাহুল যা খেলেছিলেন, তাতে পাঁচ নম্বর জায়গাটা তাঁর নিশ্চিত হয়ে গিয়েছে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর জায়গা নিশ্চিত। দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে থাকতে পারেন ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন বা ধ্রুব জুরেলের মধ্যে কেউ।

18 Jan 2025, 11:12:40 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: ১৪ মাসে মাত্র ৬ ODI খেলেছে ভারত!

২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ভারত মাত্র ছ'টি একদিনের ম্যাচ খেলেছে ভারত। দুটি ম্যাচে জিতেছে। হেরেছে তিনটি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়েছিল। তিনটি ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছিল। অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জন্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করা যাবে না।

18 Jan 2025, 10:59:51 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: 'করুণকে খেলালে তবেই দলে রাখো', রোহিতদের কাছে এল পরামর্শ

করুণ নায়ারকে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে? তা নিয়ে মুখ খুললেন ডব্লুভি রমন। তিনি বললেন, 'করুণ নায়ার আর ছোট নেই যে ওকে রিজার্ভে রেখে দেওয়া হবে। আর ওর উপরে নজর রাখবে টিম ম্যানেজমেন্ট। ওকে যদি দলে রাখা হয়, তাহলে সাম্প্রতিক ফর্মের বিচার করে ওকে খেলাতে হবে। আর যদি ওর জন্য কোনও জায়গা না থাকে, তাহলে ওকে দলে নেওয়া উচিত নয়।'

18 Jan 2025, 10:47:05 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: অপারেশনের ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কুলদীপ?

একদিনের ক্রিকেটে নিঃসন্দেহে এই মুহূর্তে ভারতের সেরা স্পিনার হলেন কুলদীপ যাদব। ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জাদু দেখিয়েছিলেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফি তো দুবাইয়ে খেলা। ফলে কুলদীপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কিন্তু হার্নিয়া অপারেশনের জেরে অক্টোবর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি। তিনি ম্যাচ ফিট কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদি ফিট হন, তাহলে নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন।

18 Jan 2025, 10:34:12 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: বুমরাহ থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন জসপ্রীত বুমরাহ। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বুমরাহকে প্রাথমিকভাবে ভারতীয় দলে রাখা হবে। তবে সবকিছু নির্ভর করবে ফিটনেসের উপরে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন করা যাবে। সেই নিয়ম থাকায় বুমরাহকে দলে রাখা হবে। ফিটনেসের উপরে নজর রাখা হবে। তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা করা হবে।

18 Jan 2025, 10:25:34 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ হল আগামী ২০ ফেব্রুয়ারি। সেদিন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। দ্বিতীয় ম্যাচে আগামী ২৩ ফেব্রুয়ারি নামবে ভারত। প্রতিপক্ষ পাকিস্তান। আর তৃতীয় ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আগামী ২ মার্চ হবে সেই ম্যাচ। ভারত গ্রুপ 'এ'-তে পড়েছে। আর ভারতের তিনটি ম্যাচই হবে দুবাইয়ে। ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হবে।

18 Jan 2025, 10:16:48 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: ODI-তে খেলার জন্য শামি ফিট হয়ে গিয়েছেন?

গত সপ্তাহে ভারতের টি-টোয়েন্টি দলে মহম্মদ শামির ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। যে সিরিজ শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে। আর সেই সিরিজের সুবাদে প্রায় ১৪ মাস পরে জাতীয় দলে ফিরেছেন শামি। তবে একদিনের ক্রিকেটের জন্য কি তিনি ফিট? সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে তিনটি ম্যাচে খেলেছেন। মোট ২৬ ওভার বল করেছেন। আর তার আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ন'টি ম্যাচে খেলেছিলেন। সেই পরিস্থিতিতে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

18 Jan 2025, 10:07:53 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: বুমরাহের চোটের কী অবস্থা? মুখে কুলুপ বোর্ডের

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে উঠে যাওয়ার পর থেকে জসপ্রীত বুমরাহের চোটের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কিছু জানানো হয়নি। প্রায় দু'সপ্তাহ কেটে গেলেও কোনও উচ্চবাচ্য করেনি বোর্ড। একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাবেন বুমরাহ। কিন্তু তিনি এনসিএতে গিয়েছেন, তা নিয়ে বোর্ডের তরফে সরকারিভাবে জানানো হয়নি। সেই পরিস্থিতিতে বুমরাহ আদৌও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা, তা উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের মতে, বুমরাহের সামান্যতম কোনও সমস্যা থাকলেও ভারত কোনও ঝুঁকি নেবে না।

18 Jan 2025, 10:01:52 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: করুণ নায়ারকে নেওয়া হবে?

শুধু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজেরও দল ঘোষণা করা হবে। যা ঠিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলা হবে। সেই সিরিজের দলে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে করুণ নায়ারকে রাখা হবে? তা নিয়ে জল্পনা চলছে। এবারের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে অবিশ্বাস্য ফর্মে আছেন করুণ। ৭৫২ রান করেছেন। একবার মাত্র আউট হয়েছেন।

18 Jan 2025, 10:01:52 AM IST

ICC Champions Trophy India Squad LIVE: আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের, বুমরাহ থাকবেন?

ICC Champions Trophy 2025 India's Squad Announcement Live Updates: আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে চলেছে ভারত। শনিবার বেলা ১২ টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে ভারতের দল ঘোষণা করবেন নির্বাচক প্রধান অজিত আগরকর এবং রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে পরপর ধাক্কার পরে মেগা আইসিসি টুর্নামেন্টে ভারতের দলে কারা কারা থাকবেন? চোটের ধাক্কা কাটিয়ে জসপ্রীত বুমরাহকে রাখা হবে? মহম্মদ শামি ফিরবেন? সেইসব যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য হিন্দুস্তান টাইমস বাংলায় লাইভ ব্লগে চোখ রাখুন।

ক্রিকেট খবর

Latest News

‘একা একা বাঁচবো কী করে?’ আচমকা ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন সুদীপা! হলটা কী ‘অ্যাওয়ার্ড পেলাম…’, বলল আরাত্রিকা! বাক্স ভরা উপহার, কী এল সোনার সংসারের তরফে কল্যাণী বিস্ফোরণে নিহতদের পরিবারকে রাজ্য সরকারের থেকে বেশি ক্ষতিপূরণ দিচ্ছে BJP এখনই বিচ্ছেদ নয়, অন্তত উইম্বলডন পর্যন্ত জকোভিচের কোচ থাকবেন অ্যান্ডি মারে ওভাল ইনভিন্সিবলসের ৪৯ শতাংশ মালিকানা রিলায়েন্সের, হয়ে গেল ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারাব; ওডিআই সিরিজ হেরে হুঁশিয়ারি ডাকেটের! রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১০ বছরে বাংলায় উচ্চশিক্ষায় ভর্তি বেড়েছে, দেশে প্রথম পাঁচে, কেন্দ্রের রিপোর্ট ‘গুলির জবাব গুলিতেই মিলবে’, মাওবাদীদের হুঁশিয়ারি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর মার্কিন সফরের আগে প্যারিসে VP ভান্সের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী

IPL 2025 News in Bangla

রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.