দ্বিপাক্ষিক সিরিজে ভারত-পাকিস্তান ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামে না। শুধুমাত্র এসিসি ও আইসিসি ইভেন্টেই ভারত-পাক মহারণ দেখা যায়। সেই কারণেই ক্রিকেটের ময়দানে ভারত-পাকিস্তান যখনই সম্মুখসমরে নামে, ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অন্যথা হচ্ছে না।
এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও ভারত টুর্নামেন্টে তাদের কোনও ম্য়াচই পাকিস্তানের মাটিতে খেলবে না। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। শুধু গ্রুপ লিগের ম্যাচগুলিই নয়, টিম ইন্ডিয়া সেমিফাইনাল ও ফাইনালে উঠলে রোহিতদের সেই ম্যাচগুলিও খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই।
উল্লেখযোগ্য বিষয় হল, চ্যাম্পিয়ন্স ট্রফির একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সুতরাং, দুবাইয়ে গ্রুপ লিগের ম্যাচে সম্মুখসমরে নামবে দু'দল। সোমবার সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই মুহূর্তে তা শেষ হয়ে যায়। এক ঘণ্টাতেই সব টিকিট বিক্রি হয়ে যায়। রেকর্ড সময়ে টিকিট নিঃশেষিত হওয়ার ঘটনাই প্রমাণ করছে, ভারত-পাক মহারণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কোন পর্যায়ে পৌঁছেছে।
উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপের ভারত-পাক লড়াই। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অলনাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাঁদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়।
ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ, ২০ ফেব্রুয়ারি। লিগের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
আরও পড়ুন:- ব্যাট থেকে কিটব্যাগ, রঞ্জির শেষে দিল্লির কোন ক্রিকেটারকে কী উপহার দেন কোহলি?
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (শুভমন গিল), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, যশস্বী জসওয়াল ও আর্শদীপ সিং।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি
১. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। সেদিন দুবাইয়ে টিম ইন্ডিয়ার লড়াই বাংলাদেশের বিরুদ্ধে।
২. চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় লিগ ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইয়ে ম্যাচটি খেলা হবে ২৩ ফেব্রুয়ারি।
৩. লিগের তৃতীয় ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২ মার্চ দুবাইয়েই খেলা হবে সেই ম্যাচটি।