টুর্নামেন্ট আয়োজন করবে না বলে আইসিসিকে চাপে ফেলার চেষ্টা করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পালটা প্যাঁচে পড়ে গেল তারাই। কেননা শেষ মুহূর্তে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব ছাড়লে বিকল্প কেন্দ্র তৈরি রয়েছে বলে খবর।
২০২৫-এর শুরুতেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যে পাকিস্তানে যাবে না, সেই আশঙ্কা করা হচ্ছিল শুরু থেকেই। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, সরকারি অনুমতি নেই। তাই টিম ইন্ডিয়া পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না।
ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়ার পরেই আইসিসি লাহোরে টুর্নামেন্টের সূচি ঘোষণার অনুষ্ঠান বাতিল করে। সচরাচর ১০০ দিন আগে আইসিসি ইভেন্টের সূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রে এখনও নিশ্চিত নয় টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে।
আইসিসির তরফে পিসিবিকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়, যাতে ভারতীয় দল টুর্নামেন্টে তাদের ম্যাচগুলি খেলতে পারে অন্য দেশে। এক্ষেত্রে আমিরশাহির নামই সবার আগে সামনে আসছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তা মানতে নারাজ। পিসিবির তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, তারা টুর্নামেন্টের সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে চায়।
এক্ষেত্রে পাক ক্রিকেট বোর্ডের তরফে প্রছন্ন হুমকি দেওয়া হচ্ছে যে, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, তবে তারাও নাম তুলে নিতে পারে টুর্নামেন্ট থেকে। যদিও পিসিবির তরফে এটা তাদের সিদ্ধান্ত নয় বলেও উল্লেখ করা হয়েছে। বরং বলা হচ্ছে যে, পাকিস্তান সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সরকারি তরফেই নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ছাড়ার কথা বলা হয়েছে।
Sports Tak-এর খবর, পাকিস্তান যদি শেষমেশ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে না চায় এবং তারা যদি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয়, তবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে পারে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
উল্লেখ্য, এর আগেও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা গত এশিয়া কাপ আয়োজন করে এই মডেলেই। ভারতীয় দল এশিয়া কাপে তাদের সব ম্যাচ খেলে শ্রীলঙ্কায়। পাকিস্তানে আয়োজিত হয় টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ।