দুবাইয়ের মাঠ মানে সকালে মন্থর পিচ, রাতে শিশির, সতেজ ঘাস এবং ব্যাটারদের স্বর্গ। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলবে ভারত। যেখানে খেলার জন্য ১৫ জনের দলে পাঁচ জন স্পিনারকে নিয়ে গিয়েছেন গৌতম গম্ভীররা। এত জন স্পিনারের আদৌ প্রয়োজন হবে কি দুবাইয়ে? এই নিয়ে তীব্র বিতর্ক চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করার আগের দিন বুধবার রোহিত শর্মা এই নিয়ে মুখ খুলেছেন। তাঁর যুক্তি একেবারেই আলাদা।
বুধবার সাংবাদিক সম্মেলনে রোহিত দাবি করেছেন, ‘আমাদের ২ জন স্পিনার আছে, বাকি ৩ জন তো অলরাউন্ডার। তারা ব্যাট এবং বল করতে পারে। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলি। তিন জন অলরাউন্ডার দলকে আলাদা মাত্রা দেয়, তারা স্কোয়াডে অনেক কিছু যোগ করে। আমরা এমন প্লেয়ার চাই, যারা দুই বিভাগে পারদর্শী, শুধু একটিতে নয়।’ তিনি আরও যোগ করেছেন, ‘অন্য অনেক দলই ৬ জন পেসার দলে রেখেছে, যখন তাদের পেস-বোলিং অলরাউন্ডার রয়েছে। তখন কেউ বলে না, তাদের পেসার অনেক বেশি। এটাই তাদের শক্তি এবং আমরা আমাদের শক্তির উপর ফোকাস করেছি।’
আরও পড়ুন: খেলা শুরু হতেই বিকট শব্দ, ভীতি স্টেডিয়ামে, ডাক করেই সাজঘরে ফিরলেন ডেভন কনওয়ে- ভিডিয়ো
রোহিতের দাবী অনুযায়ী, বিশেষজ্ঞ স্পিনার হিসাবে দলে নেওয়া হয়েছে কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তীকে। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দলে রয়েছেন অলরাউন্ডার হিসাবে, যাঁরা যে কোনও ফরম্যাটেই দলকে ভরসা জোগান ব্যাট হাতে। পেসারদের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, হর্ষিত রানা, আর্শদীপ সিং। সঙ্গে অলরাউন্ডার পেসার হিসাবে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: ODI-এ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ যন্ত্রণার, কী বলছে পরিসংখ্যান?
আট বছর পর আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে রোহিত শর্মা বলেছেন, ‘আইসিসির সব ইভেন্টের মতো এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ট্রফিটি দখল করতে আমাদের অনেক কিছু করতে হবে।’ টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যায়নি। তাদের সব ম্যাচই হবে দুবাইয়ে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত এবং রবিবার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। ২ মার্চ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারত সম্ভবত তিন জন স্পিনার খেলাতে পারে। জোরে বোলার হিসাবে শামি এবং অর্শদীপের সঙ্গে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া। স্পিনার এবং স্পিন-বোলিং অলরাউন্ডার মিলিয়ে একাদশে থাকতে পারেন অক্ষর, জাদেজা এবং কুলদীপ।