সলমন খানের সিকান্দার সিনেমার ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং এআর। মুরুগাদোসের পরিচালনায় নির্মিত এই ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে চলেছে এবং ভক্তদের মধ্যে এটি নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে।
এই উন্মাদনার প্রভাব এখন ক্রিকেট বিশ্বেও দেখা যাচ্ছে। দর্শকরা যেমন সলমন খানকে তাঁদের সিকান্দার হিসেবে দেখছেন, তেমনই ক্রিকেট ভক্তরাও ২২ গজে তাঁদের সিকান্দার খুঁজে পেয়েছেন। জানেন তিনি কে?
ক্রিকেট বিশ্বের সিকান্দার কে?
তিনি অন্য কেউ নন, তিনি হলেন রোহিত শর্মা। সম্প্রতি রোহিত টিম ইন্ডিয়াকে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে এবং এই উপলক্ষে আইসিসি রোহিত শর্মার একটি অ্যানিমেটেড পোস্টার শেয়ার করেছে, যার উপরে বড় অক্ষরে লেখা ‘সিকান্দার’। হিন্দিতে ক্যাপশনে লেখা ‘ভারত কা সিকান্দার।’
আরও পড়ুন: কেন রোহিত অবসর নেবেন? নিন্দুকদের মুখে ঝামা ঘষে ভারত অধিনায়ককে নিয়ে বড় দাবি করলেন প্রোটিয়া তারকা
আইসিসি এই পোস্টটি করার সঙ্গে সঙ্গে, তা ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা ছবিটি পছন্দ করেছেন। রোহিতের মধ্যে আগ্রাসী ভাব এবং নেতৃত্বের আকর্ষণীয় ক্ষমতাই এই ছবির সঙ্গে যথাযথ ভাবে খাপ খেয়ে গিয়েছে। রোহিত যেন সত্যি সত্যিই ক্রিকেটের আসল আলেকজান্ডার হয়ে উঠেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘তিনি ভারতীয় ক্রিকেট দলের আসল আলেকজান্ডার।’ আর একজন লিখেছেন, ‘সিকান্দার হিট হবে।’ বড়পর্দার সলমন আর ২২ গজের রোহিত যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন।
রোহিতের ঘাড়ে ঝুলছে খাঁড়া
রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলেও, তাঁর ঘাড়ে কিন্তু খাঁড়া এখনও ঝুলছে। যদিও রোহিত এখনই অবসর নিতে চান না। তিনি তাঁর পরবর্তী মিশনের প্রস্তুতিতে ব্যস্ত। এমন কী অভিষেক নায়ারের সঙ্গে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। এর পরেও প্রশ্ন উঠেছে, টিম ইন্ডিয়ার পরবর্তী সিরিজে দলে কি জায়গা পাবেন রোহিত? রোহিতের ভাগ্য কোন খাতে বইবে, তার সিদ্ধান্ত নাকি আইপিএলের পর নেওয়া হবে।
আরও পড়ুন: BCCI-এর কেন্দ্রীয় চুক্তি হারাতে পারে বেশ কিছু বড় নাম, ২ কোটির ক্ষতি হতে পারে রোহিত, জাদেজাদের
মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজে রোহিত শর্মা খেলবেন কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইপিএলের পর। রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে এবং এই সময়ের মধ্যে তাঁর ফিটনেস দেখেই ইংল্যান্ড সফরের জন্য তাঁর নাম বিবেচনা করা হবে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সফরে রোহিত শেষ টেস্ট ম্যাচ খেলেননি এবং জসপ্রীত বুমরাহ সেই সময়ে শেষ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
নির্বাচকেরা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দলে রোহিতকে রাখবেন কিনা, সেই বিষয়ে কোনও মন্তব্য আপাতত করেননি। জুন ও জুলাইয়ে ইংল্যান্ড সিরিজের জন্য রোহিতের নির্বাচনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, এক সূত্রের দাবি, ‘প্রথমে আইপিএল শেষ হোক। শুধুমাত্র একজন জ্যোতিষী ভবিষ্যতের জন্য এতটা এগিয়ে চিন্তা করে থাকেন।’ রোহিতকে নিয়ে তাই ধোঁয়াশা রয়েই গিয়েছে।