ICC World T20 Qualifier: জিতল ব্রাজিল, হারল আর্জেন্তিনা। হ্যা, তবে ফুটবল নয় এই ঘটনাটি ঘটেছে ক্রিকেটে। বর্তমানে চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের খেলা। আমেরিকা সাব-অঞ্চলের বাছাইপর্বে খেলতে নেমেছিল ব্রাজিল, আর্জেন্তিনা। এই সময় বাহামাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা। অন্য ম্যাচে সুরিনামের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল।
ব্রাজিল, আর্জেন্তিনা, মেক্সিকো, বারমুডা খেলছে ক্রিকেট-
আসলে বর্তমানে ক্রিকেটের জনপ্রিয়তা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। এর জন্য আইসিসি দারুণ ভাবে কাজ করে চলেছে। এই সময়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের খেলা চালানো হচ্ছে। বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই লড়াইকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই সময়ে আমেরিকা সাব-অঞ্চলের বাছাইপর্বে খেলা চলছে। যেখানে নটি দল একে অপরের মুখোমুখি হচ্ছে। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্তিনা, মেক্সিকো, বারমুডা, পানামার মতো দেশ রয়েছে।
আরও পড়ুন… পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: সাংবাদিককে কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার?
তালিকার শীর্ষে রয়েছে কোন দেশ-
তবে এই লড়াইয়ে শীর্ষে রয়েছে বারমুডা। তিন ম্যাচের মধ্যে ২টি তে জয় পেয়েছে তারা, একটি ম্যাচে ড্র করেছে তারা। ফলে তিন ম্যাচের শেষ পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বারমুডা। এই তালিকায় সবার শেষে রয়েছে সুরিনাম। তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে সুরিনাম। এই মুহূর্তের তারা নিজেদের জয়ের খাতা খুলতেই পারেনি।
ব্রাজিলের ম্যাচটি কেমন হয়েছিল
এই সুরিনামের বিরুদ্ধেই জয় পেয়েছে ব্রাজিল। সুরিনামকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাজিল। এই ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করে ব্রাজিল। নির্ধারিত ২০ ওভারে সুরিনাম স্কোর বোর্ডে ৮ উইকেট হারিয়ে ১০১ রান তোলে। এর জবাবে ব্রাজিল ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পায় ব্রাজিল। এই ম্যাচে তারা ৬ উইকেটে জয় পায়। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩২ রান করেন ওপেনার লুইস হেনরিক রড্রিগেজ মোরাইস। বল হাতে ২৩ রানে এক উইকেট শিকার করেন তিনি। এর ফলে ম্যাচের সেরাও হন মোরাইস। এদিনের ম্যাচে ২৮ রানে অপরাজিত থাকেন ব্রাজিলের কাউসার খান। এদিনের ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে খাতা খুলল ব্রাজিল। তিন ম্যাচের শেষে তাদের পয়েন্ট ২। একটি ম্যাচে জয় পেলেও বাকি দুটো ম্যাচে হেরেছে ব্রাজিল।
আর্জেন্তিনার ম্যাচের কী খবর-
তবে ব্রাজিল জিতলেও এদিন জিততে পারেনি আর্জেন্তিনা। অন্য ম্যাচে বাহামাসের কাছে ১৮ রানে হেরেছে আর্জেন্তিনা। ব্রাজিলের জয়ের দিনেই হেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্তিনা। শুরুতে ব্যাটিং করা বাহামাসের ১২০ রানের লক্ষ্য অর্জন করতে পারেনি আর্জেন্তিনা। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাহামাস। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১১৯ রান তোলে বাহামাস। এর জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান তোলে আর্জেন্তিনা। এর ফলে ১৮ রানে হেরে যায় নীল সাদা ব্রিগেড।
তালিকায় ব্রাজিল ও আর্জেন্তিনা কোথায় রয়েছে-
জিততে না পারলেও পয়েন্ট টেবিলে ব্রাজিলে ওপরেই রয়েছে আর্জেন্তিনা। তিন ম্যাচে একটি জয়, একটি হার ও একটি ড্রয়ের ফলে তালিকার চার নম্বরে রয়েছে আর্জেন্তিনা। তিন ম্যাচে একটি জয় দুটি হারের ফলে তালিকায় সাত নম্বরে রয়েছে ব্রাজিল। সবার ওপরে আছে বারমুডা।