২০২৪ সালের ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে বর্ষসেরা ওয়ান ডে দল বেছে নিল আইসিসি। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে প্রকাশ করা হয় বর্ষসেরা ওয়ান ডে একাদশের তালিকা। উল্লেখযোগ্য বিষয় হল, সেরা একাদশে নাম নেই কোনও ভারতীয় ক্রিকেটারের।
বর্ষসেরা ওয়ান ডে দলে কোনও ভারতীয় তারকার জায়গা না পাওয়াই স্বাভাবিক। কেননা সারা বছরে ভারত মোটে ৩টি ওয়ান ডে ম্যাচে মাঠে নামে। শ্রীলঙ্কা সফরের ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত একটিও ম্যাচ জিততে ব্যর্থ হয়।
শুধু ভারতেরই নয়, বরং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশেরও কোনও ক্রিকেটার জায়গা পায়নি বর্ষসেরা ওয়ান ডে দলে। এশিয়ার তিনটি দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে সেরা একাদশ। বর্ষসেরা ওয়ান ডে দলে শ্রীলঙ্কার ক্রিকেটার রয়েছেন চারজন, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন ১ জন।
বর্ষসেরা ওয়ান ডে দলের ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা। উইকেটকিপার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কারই কুশল মেন্ডিস। এছাড়া শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে।
দুই ওপেনার হিসেবে বর্ষসেরা দলে নাম রয়েছে পাকিস্তানের সইম আয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের। মিডল অর্ডারে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দাপট। তিন নম্বরে নাম রয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কার। চার নম্বরে রয়েছেন উইকেটকিপার-ব্য়াটার কুশল মেন্ডিস। ব্যাটিং অর্ডারের পাঁচে রয়েছেন ক্যাপ্টেন চরিথ আসালঙ্কা।
ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড। সাতে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার স্পিনার অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে রয়েছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সেরা একাদশে রয়েছেন আফগানিস্তানের আল্লাহ গজনফর।
উল্লেখ্য, ২০২৪ সালে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রান করেছেন শ্রীলঙ্কার তিন তারকা কুশল মেন্ডিস (৭৪২), পাথুম নিশঙ্কা (৬৯৪) ও চরিথ আসালঙ্কা (৬০৫)। ২০২৪ সালে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ২৬টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আইসিসির বর্ষসেরা ওয়ান ডে টিম
সইম আয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চরিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা, ক্যাপ্টেন), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন আফ্রিদি (পাকিস্তান), হ্যারিস রউফ (পাকিস্তান), আল্লাহ গজনফর (আফগানিস্তান)।