৫ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি-কে দল জমা দিতে হবে বিসিসিআই-কে। তবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে দল বদল করতে পারবে।
দেখে নিন ভারতের ১৫ সদস্যের দল
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।
শার্দুল কি একজন ব্যাটার? শ্রীকান্ত
দলে কেন শার্দুল ঠাকুর? দলে কেন জায়গা পাবেন শার্দুল? তাঁকে আট নম্বরে ব্যাট করার জন্য ভাবা হচ্ছে, কিন্তু কেন এটা হবে! শার্দুল কি একজন ব্যাটার? শ্রীকান্তের বড় প্রশ্ন
এশিয়া কাপ দল থেকে বাদ গেলেন তিন ক্রিকেটার
এশিয়া কাপের দল থেকে বাদ গেলেন তিন ক্রিকেটার। সঞ্জু স্যামসন, তিলক বর্মা, প্রসিধ কৃষ্ণা আসন্ন বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন। ১৫ জনের দলে এলেন কেএল রাহুল। বাকি দল একই রাখা হয়েছে।
হার্দিকের ফর্মটা দরকার
ভালো করতে হলে হার্দিকের ফর্মটা খুব দরকার। তিনি কেমন খেলবেন তার উপর অনেক কিছু নির্ভর করবে।- রোহিত শর্মা
এই দলের উপর ভরসা রয়েছে
এই দলের উপর ভরসা রয়েছে, যারা দলে রয়েছেন তারা নিশ্চই ভালো করবেন- ভারতীয় দলের নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর
এটা আমাদের সেরা কম্বিনেশন
রোহিত বললেন, ‘যারা বর্তমানে ভালো ফর্মে রয়েছেন, সঙ্গে যারা চাপের মধ্যে ভালো খেলেছেন তাদেরকেই দলে রাখা হয়েছে।’
সেরা দল বেছে নিলাম-রোহিত
দলে অনেকেই জায়গা পেয়েছে আবার অনেকেই জায়গা পায়নি, এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমরা সেরা দল বেছে নিয়েছি। কেউ বাদ গেলে, তাঁকে তৈরি থাকতে হবে, সুযোগ এলেই তাঁকে প্রমাণ করতে হবে।’
দলে রয়েছে সূর্যকুমার যাদব
দলে সূর্যকুমার যাদব কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুরকে জায়গা দেওয়া হয়েছে। যুজবেন্দ্র চাহাল ও অশ্বিনকে দেখা যাবে না।
দলে নেই কোনও চমক
যা ভাবা হয়েছিল সেই দলই ঘোষণা করলেন অজিত আগরকর ও রোহিত শর্মা। দলে জায়গা পেলেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার।
দেখে নিন ভারতীয় স্কোয়াড
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।
অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদবকে নিয়ে প্রশ্ন
১৫ জনের দলে কি অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব সুযোগ পাবেন? শ্রীকান্তের কথা অক্ষরকে দলে নিতেই হবে। সূর্যকে সুযোগ দিতে চান বাঙ্গার।
আটে কেন ব্যাটার দরকার? শ্রীকান্তের বড় প্রশ্ন
সকলেই শার্দুল ঠাকুরকে দলে চাইছেন। তাদের যুক্তি হল আট নম্বরেও ব্যাটিং শক্তি থাকবে ভারতের। তবে এই যুক্তি মানতে চান না শ্রীকান্ত। তাঁর মতে, শার্দুলকে ভুলে ভালো বোলারের দিকে যেতে পারে ভারত।
চাহালকে দেখতে চান শ্রীকান্ত
যুজবেন্দ্র চাহালকে ১৫ জনের দলে দেখতে চান শ্রীকান্ত। নিজের দলে য়ুজিকে দেখতে চান চিকা।
ব্যাটিংকে কি শক্তিশালী করতে চায় দ্রাবিড়-রোহিত?
এবারের আসন্ন বিশ্বকাপে কি দ্রাবিড় ও রোহিত ব্যাটিংকে শক্তিশালী করতে চায়? বড় ইঙ্গিত দিলেন সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে দলে রোহিত-দ্রাবিড়রা ব্য়াটিং গভীরতা দিতে চান।
দলে নেই সঞ্জু স্যামসন!
ইশান কিষান এবং কেএল রাহুলরা ফিট এবং বিশ্বকাপ জন্য উপলব্ধ থাকায় ঘরে মাঠে সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়ার লাইনআপে জায়গা পাওয়ার সম্ভাবনা কম।
কী নিয়ে আলোচনা করলেন গম্ভীর ও কাইফ?
সম্প্রতি গম্ভীর এবং কাইফের মধ্যে কিষান বা রাহুলকে নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছিল। তাদের মধ্যে আলোচনায় উঠে এসেছিল কে একাদশে জায়গা পাবেন? গৌতম গম্ভীর বলেছেন যে কিষান ফর্মে থাকায় তিনিই দলের প্রথম পছন্দ হওয়া উচিত।
দেখে নিন ভারতের সম্ভাব্য দল
ভারত সম্ভাব্য স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।
রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল কী একসঙ্গে খেলতে পারবেন?
ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া প্রশ্ন করেছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল একসঙ্গে খেলতে পারবেন কি না? তিনি টুইট করে লিখেছেন, ‘বিবেচনা করার একমাত্র পয়েন্ট হবে—ভারত কি একাদশে জাদেজা-অক্ষরকে খেলাবে? আমরা প্রায়শই এমনটা দেখিনি। চাহাল কি বিকল্প হতে পারেন? ভারত কি একজন অফ-স্পিনারকে মিস করবে!’
ইশান কিষান নাকি কেএল রাহুল?
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সময় ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক কে হওয়া উচিত - ইশান কিষান নাকি কেএল রাহুল। রাহুল অবশ্য এখনও এশিয়া কাপ ২০২৩-এর জন্য টিম ইন্ডিয়াতে যোগ দেননি। তবে ইশান কিষান ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেটে চারটি অর্ধশতক করে ফেলেছেন। বিসিসিআই নির্বাচকরা কাকে বাছাই করবেন? সেটাই এখন দেখার।
HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
বিসিসিআই-এর সিনিয়র দলের জাতীয় নির্বাচক কমিটি নাকি শনিবার গভীর রাতে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছে। রিপোর্টে জানা গিয়েছিল যে এই দলে রাখা হয়নি সঞ্জু স্যামসনকে। দলে নাকি জায়গা পেয়েছেন কেএল রাহুল। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর শ্রীলঙ্কায় উড়ে গিয়েছিলেন, সেখানে তিনি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেছিলেন এবং শোনা গিয়েছিল সেখানেই নাকি দল বেছে নিয়েছিলেন তিনি।