আইসিসির চেয়ারম্যান পদে বসেই কাজ শুরু করে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব পদ থেকে এই পদে আসা জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব থাকার সময় একাধিক বড় পদক্ষেপ তিনি নিয়েছেন। ভারতীয় দল ওডিআই বিশ্বকাপ ফাইনালে ওঠার পাশাপাশি জিতেছে টি২০ বিশ্বকাপ। অর্থাৎ নিজের মেয়াদকালে যথেষ্টই সফল জয় শাহ। এবার আইসিসিতে গিয়েও সেই সাফল্য বজায় রাখাই লক্ষ্য তার।
পাকিস্তানকে চূড়ান্ত সময় বেঁধে দিল আইসিসি-
বৃহস্পতিবার ছিল চেয়ারম্যান হিসেবে আইসিসির বাকি সদস্যদের সঙ্গে জয় শাহের প্রথম বৈঠক। সেখানেই চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। কিন্তু পিসিবিকে আরও দুদিন সময় দিল আইসিসি। ৭ তারিখ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাঁরা জানাব, হাইব্রিড মডেল মেনে নেওয়ার জন্য।
৭ তারিখ ফের শর্ত দিতে পারে পিসিবি-
৭ তারিখের বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বেশ কিছু শর্ত নিয়ে আসতে চলেছে আইসিসির কাছে। কিছুদিন আগে পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিরোধী ছিল তাঁরা, যদিও পরের কয়েকটি শর্ত দেয় তাঁরা। এর মধ্য প্রধান শর্তই ছিল, ভারতে আয়োজিত আইসিসি প্রতিযোগিতা গুলোকেও তাহলে হাইব্রিড মডেলে করতে হবে। হাতে ১০০ দিনও সময় নেই, চ্যাম্পিয়নস ট্রফি শুরুর। এই অবস্থায় তাই আইসিসিও নরমে গরমে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মুখিয়ে থাকবে।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
আগেই পিসিবিকে জানানো হয় হাইব্রিড মডেলের কথা-
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে পিসিবিকে জানানো হয়েছিল, যেহেতু ভারতীয় দল নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে আসতে রাজি নয়, সেক্ষেত্রে হাইব্রিড মডেলই একমাত্র পথ হতে চলেছে প্রতিযোগিতা আয়োজনের। ২৯ নভেম্বর এক ভার্চুয়াল বৈঠকে আইসিসির ১২টি পূর্ণ সদস্য এবং ৩টি অ্যাসোসিয়েট সদস্য যোগ দিলেও সেখানে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারেনি আইসিসি।
পাকিস্তানের তিন ভেনুতে চলছে সংস্কারের কাজ-
পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি হল চ্যাম্পিয়নস ট্রফির তিনটি ভেনু। সেখানে পুরোদমে সংস্কারের কাজ চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য। হাতে কম সময় থাকায়, এখন অন্য কোন দেশ ভারতের ম্যাচগুলো আয়োজন করার দায়িত্ব নিতে রাজি হয়, সেদিকেও নজর থাকবে। এখনও হাইব্রিড মডেল গ্রহণ করেনি আইসিসি, তবে একপ্রস্থ কথাবার্তা কয়েকটি অন্য দেশের সঙ্গে বলে রেখেছে আইসিসি।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গে কথা জয় শাহের-
আইসিসির নবনির্বাচিত প্রেসিডেন্ট তথা চেয়ারম্যান জয় শাহ, দুবাইতে এদিনে বৈকঠে উপস্থিত ছিলেন। আইসিসির সমস্ত স্টাফ এবং বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর জয় শাহ বলেন, এখানে আসার ফলে আইসিসিতে তাঁর সতীর্থদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তিনি। আইসিসি বোর্ডের সদস্যদের সঙ্গে তিনি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক রোডম্যাপ এবং স্ট্র্যাটেজিও ভাগ করে নিয়েছেন। আইসিসির যে দল ক্রিকেটের জন্য নিরলস পরিশ্রম করে চলেছে তাঁদের সঙ্গে দেখা করতে পেরেও উচ্ছসিত তিনি।