আজ নেপালকে হারিয়ে আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার ৮-এর টিকিট পাকা করে ফেলল বাংলাদেশ। এই আবহে নিশ্চিত হয়ে গেল যে বিশ্বকাপের পরবর্তী পর্বে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। তাহলে ভারত বিশ্বকাপের পরবর্তী পর্বে কবে কবে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে? কখন সেই সব খেলা দেখা যাবে? একনজরে দেখে নিন টি২০ বিশ্বকাপের সুপার ৮-এ ভারতের পূর্ণাঙ্গ সূচি। আয়ারল্যান্ড, পাকিস্তান ও আমেরিকার বিরুদ্ধে এ-গ্রুপের প্রথম ৩টি ম্যাচ জিতে ভারত টি২০ বিশ্বকাপের সুপার ৮-এর টিকিট কেটে ফেলেছিল। অবশ্য গ্রুপ লিগের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে মাঠে নামতে পারেননি রোহিতরা। বৃষ্টির জেরে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ বাতিল হয়ে যায়। এই আবহে ৪ ম্যাচে মোট ৭ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ভারত। (আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের সুপার ৮-এ কবে কবে খেলবে কোন দেশ? জানুন সব ম্যাচের সময়সূচি)
ভারত এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে পরের রাউন্ডে প্রবেশ করেছে। টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ৪টি গ্রুপ থেকে ২টি করে দল সুপার এইটে উঠেছে। ৮টি দলকে সুপার এইটে ফের ২টি গ্রুপে ভাগ করা হবে। ভারত এ-১ দল হিসেবে সুপার এইটে মাঠে নামবে। টি২০ বিশ্বকাপের পরবর্তী পর্বে রোহিতদের লড়াই হবে অস্ট্রেলিয়া (বি-২), আফগানিস্তান (সি-১) এবং বাংলাদেশের (ডি-২) বিরুদ্ধে।
ভারত ২০ জুন অর্থাৎ বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে মাঠে নামবে সি-গ্রুপের ১ নম্বর দলের বিরুদ্ধে। সুতরাং, এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি খেলা হবে ব্রিজটাউনের কেনিংটন ওভালে। খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে। ভারত সুপার এইট রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচটি হবে ২২ জুন অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। শনিবার এই ম্যাচটিও শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে।
ভারত সুপার এইট রাউন্ডের তৃতীয় তথা শেষ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২৪ জুন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। এই ম্যাচটিও শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে। সুপার এইটের উভয় গ্রুপ থেকে ২টি করে দলে সোমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।