ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে গতকাল পাকিস্তানকে টি২০ ক্রিকেট বিশ্বকাপে হারিয়ে দিয়েছে নবাগত আমেরিকা। সেই জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় বংশোদ্ভূত বোলার সৌরভ নেত্রভালকরের। বাঁহাতি এই পেসার সুপার ওভারে পাকিস্তানকে আটকে রেখেছিলেন। এর আগে ম্যাচও দুর্দান্ত বল করেছিলেন তিনি। তবে এই নেত্রভালকরকে পেশাদার ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলা এই মারাঠি পেসার বর্তমানে ওব়্যাকলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, সৌরভ নরেশ নেত্রভালকর ওব়্যাকলের টেকনিকাল স্টাফের প্রিন্সিপাল সদস্য। (আরও পড়ুন: প্রশ্নের মুখে নিউ ইয়র্কের পিচ, ভারত-পাক ম্যাচের আগে 'ভুল' মানল ICC, করল বড় দাবি)
জানা গিয়েছে, মার্কিন মুলুকের হয়ে খেলা নেত্রভালকর এর আগে ভারতের অনুর্ধ্ব ১৯ দলের হয়েও খেলেছেন। এছাড়া মুম্বই রঞ্জি দলের প্রতিনিধিত্বও করেছিলেন তিনি। পরে আমেরিকায় গিয়ে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স করেন। আর এখন বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তিনি। এদিকে বিশ্বকাপে খেলার জন্য নিজের সংস্থার থেকে ১৭ জুন পর্যন্ত ছুটি নিয়েছেন নেত্রাভালকর। উল্লেখ্য, গ্রুপ পর্যায়ের শেষ পর্যন্ত সেই ছুটি নেওয়া। তবে প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে ১৯০ রানের বেশি তাড়া করে জেতার পর পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে আমেরিকা। এই আবহে পরবর্তী সুপার ৮ রাউন্ডে ওঠার সম্ভাবনা বেশ উজ্জ্বল আমেরিকার জন্য। আর তাই হয়ত ১৭ তারিখ পর্যন্ত নেওয়া ছুটির মেয়াদ বাড়াতে হতে পারে নেত্রভালকরকে।
মুম্বইতে জন্ম নেওয়া নেত্রভালকর ২০১০ সালের অনুর্ধ্ব বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। সেই দলে ছিলেন কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাটরা। পরে মুম্বইয়ের হয়েও খেলেছিলেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে। তবে সুযোগের অভাবে তিনি আমেরিকায় চলে যান। ২০১৮ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ৩ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন নেত্রভালকর। টি২০ বিশ্বকাপে আমেরিকার প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে অবশ্য তিনি উইকেট নিতে পারেননি। তবে পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট। পরে সুপারওভারেও দুর্দান্ত বল করেন। ইফতিকার আহমেদকে আউট করে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে দেন তিনি। সব মিলিয়ে এখনও পর্যন্ত তিনি আমেরিকার হয়ে ২৯টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন এবং তাতে নিয়েছেন ২৯টি উইকেট। আর আমেরিকার হয়ে তিনি ৪৮টি ম্যাচ খেলে নিয়েছেন ৭৩টি উইকেট।