টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মধ্যে বহুল প্রতীক্ষিত প্রথম রাউন্ডের লড়াইটি অনুষ্ঠিত হবে ৯ জুন নিউইয়র্কের নবনির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ৩৪,০০০ আসন রয়েছে। গ্রুপ এ থেকে সুপার আট পর্বে ওঠার জন্য ভারত এবং পাকিস্তান নিঃসন্দেহে ফেভারিট। তবে এই লড়াইয়ে আয়ারল্যান্ডও থাকবে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের উপর নির্ভর করে রয়েছে পুরো দল। সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বারের মতো খেলবেন এই দুই তারকা। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী টুর্নামেন্টে তাঁরা যে শিরোপা জিতেছিল, সেই স্মৃতি এবার ফেরাতে মরিয়া কোহলি-রোহিতরা।
পাকিস্তানের চেয়ে ভারতকে এগিয়ে রেখেও সতর্ক করলেন সৌরভ
শনিবার মুম্বইতে একটি অনুষ্ঠানে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, এই ম্যাচ নিয়ে নিজের মতামত জানিয়েছেন। সৌরভ দাবি করেছেন যে, যদিও ভারত পাকিস্তানের চেয়ে ভালো দল, তবে টিম ইন্ডিয়ার কিন্তু তিক্ত অভিজ্ঞতা রয়েছে। যখন ৯ জুন দুই দল খেলবে, তখন টি-টোয়েন্টি ফরম্যাটে একটি দুর্দান্ত লড়াই হবে।
সৌরভ বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের রেকর্ড খুব, খুব ভালো। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে, সম্ভবত পাকিস্তান ৫০-ওভারের ফরম্যাটের তুলনায় বেশি বিপজ্জনক। ওরা যখন ভারতে এসেছিল, তখন আমরা আমেদাবাদে ওদের সহজে পরাজিত করেছিলাম। ভারত যদি নিজেদের খেলাটা খেলে এবং স্বাধীন ভাবে খেলে, তবে ওরাই এগিয়ে থাকবে। আমি স্বাধীন ভাবে শব্দটি বললাম এই কারণে, আমি মনে করি না, অস্ট্রেলিয়ায় গত বিশ্বকাপে ভারত স্বাধীন ভাবে খেলেছিল বলে। জয়-পরাজয়ের কথা না ভেবে, বিশ্বকাপ জয়ের কথা ভুলে, শুধু মাঠে নেমে প্রতিদিন নিজেদের খেলাটা খেলতে হবে।’
আরও পড়ুন: ইমপ্যাক্ট প্লেয়ারের ব্যবহার নিয়ে তীব্র বিরোধীতা, IPL 2024-এর পর এই নিয়মের আয়ু নিয়ে উঠল প্রশ্ন
ভারতের বিশ্বকাপ জয়ের বড় সুযোগ রয়েছে
ভারতের সম্ভাবনা সম্পর্কে সৌরভ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার বড় সম্ভাবনা ভারতের মধ্যে রয়েছে। তাঁর মতে, ‘ভারতের বিশ্বকাপে খুব ভালো সুযোগ রয়েছে। ভারতকে টি-টোয়েন্টি দলের মতো খেলতে হবে। দলে প্রচুর প্রতিভা রয়েছে। ভয় ছাড়াই খেলতে হবে এবং শুধু আক্রমণাত্মক মেজাজে খেলতে হবে। এটি এমন একটি দল, যেখানে (বিরাট) কোহলি, রোহিত (শর্মা), সূর্য (সূর্যকুমার যাদব), (ঋষভ) পন্ত, (শিবম) দুবে, (হার্দিক) পান্ডিয়া, (রবীন্দ্র) জাদেজা, অক্ষর (প্যাটেল), (জসপ্রিত) বুমরাহ, সঞ্জুরা (স্যামসন) রয়েছে।’
আরও পড়ুন: আমি দলের অধিনায়ক, ওকে কখনও ব্যাট করতেই দেখলাম না- ICC-র ভিডিয়োতে কুলদীপকে রোস্ট করলেন রোহিত- ভিডিয়ো
তাঁর সংযোজন, ‘এ কারণেই আমি বলছি যে, প্রত্যেকেই ভারতকে বিশ্বকাপ জেতাতে পারে। এবং এটি করার একমাত্র উপায়, স্বাধীন ভাবে খেলে যাওয়া। অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে। এবং প্রথম বল থেকে হিট করতে হবে।’
রোহিত-কোহলিই ওপেনার হোক
সৌরভ ভারতের উদ্বোধনী জুটি প্রসঙ্গে রোহিত এবং কোহলিকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, ‘বিরাট এবং রোহিত, দুজনেরই ওপেন করা উচিত। বিরাট আইপিএলে অসাধারণ ছন্দে ছিল। ও একজন দুর্দান্ত খেলোয়াড়।’