পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হওয়ার অপেক্ষা। টুর্নামেন্ট শুরুর আগে চূড়ান্ত কাউন্টডাউনে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ম্যাচটি রয়েছে, তা হল ৯ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ।
টুর্নামেন্ট শুরুর আগে, এই মেগা ইভেন্টের অফিসিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টস বিশ্বকাপ বিজয়ী হরভজন সিং, ইরফান পাঠানকে নিয়ে একটি শো করেছিল। যেখানে মিসবা-উল-হকও অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। এবং এই আলোচনার মুখ্য বিষয় ছিল, ইন্দো-পাক ম্যাচ।
আরও পড়ুন: পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু… রোহিতদের কোন বিষয়ে সতর্ক করলেন সৌরভ?
কোহলি ফ্যাক্টর
এই ম্যাচে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় হুমকি কে হতে পারে, জানতে চাইলে, মিসবা দাবি করেন, ‘বিরাট কোহলিই হবে পাকিস্তানের সবচেয়ে বড় বাধা।’ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেবার পাকিস্তানের অধিনায়ক ছিলেন মিসবা। তিনি দলকে ফাইনালে তুললেও, পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হন মিসবা। বিরাট কোহলিকে নিয়ে সেই মিসবাই আগে থেকে সাবধান করে দিয়েছেন বাবর আজমদের। ২০২২ সালে একা হাতে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন বিরাট। ৩১ রানে ৪ উইকেট থেকে ভারতকে দায়িত্ব নিয়ে ম্যাচ জেতান কোহলি। ৫৩ বলে ৮২ রান করেছিলেন তিনি। সে কথা কিন্তু ভোলেননি মিসবা।
প্রসঙ্গত ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়া রয়েছে সহ-আয়োজক আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ড। ভারত ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে। আর ৬ জুন পাকিস্তান আবার আমেরিকার বিরুদ্ধে অভিযান শুরু করবে। ভারত এবং পাকিস্তান- দুই দলই একবার করে টুর্নামেন্ট জিতেছে - ২০০৭ সালে ভারত এবং ২০০৯ সালে পাকিস্তান এই মার্কি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
বাবরদের সতর্ক করলেন মিসবা
মিসবা এই অনুষ্ঠানে বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্য়াচের ক্ষেত্রে, সে দিন যারা দাপট দেখাতে পারবে ২২ গজে, তারাই ম্য়াচ জিতবে। যেই প্লেয়ার চাপ নিতে পারবে, সেই তাঁর দলকে জয় এনে দিতে পারবে। আমার মনে হয় ম্য়াচের দিন পাকিস্তান বোলারদের সবচেয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়াবন বিরাট কোহলিই।’
আরও পড়ুন: ইমপ্যাক্ট প্লেয়ারের ব্যবহার নিয়ে তীব্র বিরোধীতা, IPL 2024-এর পর এই নিয়মের আয়ু নিয়ে উঠল প্রশ্ন
তিনি আরও যোগ করেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে বিরাট বড় ভূমিকা নিতে চলেছে। আগেও অনেক বার একার হাতে আমাদের ধ্বংস করেছে। মানসিক ভাবে ও পাকিস্তানের বিরুদ্ধে আধিপত্য বজায় রাখতে পছন্দ করে। বড় ম্যাচ থেকে যাবতীয় প্রেরণা লাভ করে।’
বুমরাহকে বাড়তি গুরুত্ব
আর ভারতের বোলারদের মধ্যে মিসবার ভয় জাসপ্রীত বুমরাহকে নিয়ে। এই বিষয়ে তিনি বলেছেন, ‘বোলিংয়ে একটি নামই আছে। অভিজ্ঞ ক্রিকেটার, একজন বোলার হিসেবে যাকে আমি ব্যক্তিগত ভাবে ভালোবাসি, সে হল বুমরাহ। ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং ভারতের হয়ে উদ্বোধনী উইকেটটিও নিতে পারে।’