চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া ও আফগানিস্তানের ফজলহক ফারুকি। বোলারদের বিশ্বব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়লেন দুই পেসার।
প্রোটিয়া স্পিডস্টার নরকিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধ্বংসাত্মক পারফর্ম্যান্স উপহার দেন। তিনি ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে চারটি উইকেট তুলে নেন। সেই সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ে ৯ ধাপ উঠে এসে ৮ নম্বরে অবস্থান করছেন এনরিখ।
অন্যদিকে আফগান পেসার ফারুকি উগান্ডার বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৫টি উইকেট তুলে নেন। সেই সুবাদে তিনি টি-২০ বোলারদের তালিকায় ৩ ধাপ উঠে এসে ১০ নম্বরে জায়গা করে নেন। বোলারদের তালিকায় ১ ধাপ উঠে ৫ নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার জোশ হেডেলউড। ২ ধাপ নেমে ৬ নম্বরে পৌঁছে গিয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।
টি-২০ বোলারদের প্রথম দশে রয়েছেন দু'জন ভারতীয় তারকা। অক্ষর প্যাটেল রয়েছেন তিন নম্বরে। চতুর্থ স্থানে রয়েছেন রবি বিষ্ণোই। টি-২০ বোলারদের তালিকায় ১৭ নম্বরে অবস্থান করছেন আর্শদীপ সিং। কুলদীপ যাদব রয়েছেন ২৪ নম্বরে। যুজবেন্দ্র চাহাল রয়েছেন ৫৩ নম্বরে। ৬৪ নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। যুগ্মভাবে ৮৭ নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ। এই মুহূর্তে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা টি-২০ বোলার হলেন ইংল্যান্ডের আদিল রশিদ।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০ টি-২০ বোলার:-
১. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৭১৫ পয়েন্ট।
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৮১ পয়েন্ট।
৩. অক্ষর প্যাটেল (ভারত)- ৬৬০ পয়েন্ট।
৪. রবি বিষ্ণোই (ভারত)- ৬৫৯ পয়েন্ট।
৫. জোশ হেজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৫৪ পয়েন্ট।
৬. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- ৬৫১ পয়েন্ট।
৭. রশিদ খান (আফগানিস্তান)- ৬৪৯ পয়েন্ট।
৮. এনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৪৭ পয়েন্ট।
৯. আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৪১ পয়েন্ট।
১০ ফজলহক ফারুকি (আফগানিস্তান)- ৬৩৬ পয়েন্ট।
ভারতের সূর্যকুমার যাদব যথারীতি টি-২০ ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। অর্থাৎ সূর্যকুমার এই মুহূর্তে বিশ্বসেরা টি-২০ ব্যাটার। যশস্বী জসওয়াল রয়েছেন টি-২০ ব্যাটারদের তালিকার ৬ নম্বরে। রুতুরাজ গায়কোয়াড় অবস্থান করছেন ১১ নম্বরে। বিরাট কোহলির বিশ্বব়্যাঙ্কিং ৪৬। রোহিত শর্মা রয়েছেন ৪৯ নম্বরে। শিবম দুবে অবস্থান করছেন ৭০ নম্বরে। হার্দিক পান্ডিয়া রয়েছেন যুগ্মভাবে ৭২ নম্বরে।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০ টি-২০ ব্যাটার:-
১. সূর্যকুমার যাদব (ভারত)- ৮৬১ পয়েন্ট।
২. ফিল সল্ট (ইংল্যান্ড)- ৭৯৫ পয়েন্ট।
৩. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৬৬ পয়েন্ট।
৪. বাবর আজম (পাকিস্তান)- ৭৬৫ পয়েন্ট।
৫. এডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭২২ পয়েন্ট।
৬. যশস্বী জসওয়াল (ভারত)- ৭১৪ পয়েন্ট।
৭. জোস বাটলার (ইংল্যান্ড)- ৭১৩ পয়েন্ট।
৮. ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)- ৭০২ পয়েন্ট।
৯. রিজা হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা)- ৬৮৫ পয়েন্ট।
১০. রিলি রসউ (দক্ষিণ আফ্রিকা)- ৬৬১ পয়েন্ট।
টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় হার্দিক পান্ডিয়া ফের একধাপ পিছিয়ে গিয়েছেন। তিনি ৯ নম্বরে অবস্থান করছেন। অক্ষর প্যাটেল অবস্থান করছেন যুগ্মভাবে ২০ নম্বরে।