টি-২০ বিশ্বকাপের আগে আইসিসি ব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করলেন অক্ষর প্যাটেল। বিশ্বসেরা হওয়ার দিকে আরও এক পা এগিয়ে গেলেন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার। যদিও অক্ষর বোলার হিসেবে বিশ্বব়্যাঙ্কিংয়ে উন্নতি করেন, অল-রাউন্ডার হিসেবে নয়।
আইসিসির সদ্যপ্রকাশি ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের তিন নম্বর টি-২০ বোলার হলেন অক্ষর প্যাটেল। তিনি এক ধাপ উন্নতি করে ওয়ানিন্দু হাসারাঙ্গার ঠিক পিছনে চলে এসেছেন। শ্রীলঙ্কান তারকা রয়েছেন টি-২০ বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে। এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।
টি-২০ বোলারদের তালিকায় এক ধাপ উন্নতি করে মাহিশ থিকশানার সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন ভারতের রবি বিষ্ণোই। যদিও তিনি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি। টি-২০ বোলারদের তালিকায় ৩ ধাপ উন্নতি করে ১৬ নম্বরে অবস্থান করছেন আর্শদীপ সিং। কুলদীপ যাদব রয়েছেন ২৪ নম্বরে। যুজবেন্দ্র চাহাল অবশ্য ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে ৫১ নম্বরে চলে গিয়েছেন।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০ টি-২০ বোলার:-
সূর্যকুমার যাদব যথারীতি টি-২০ ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। অর্থাৎ সূর্যকুমার বিশ্বসেরা টি-২০ ব্যাটার হিসেবে বিশ্বকাপে মাঠে নামবেন। যশস্বী জসওয়াল রয়েছেন টি-২০ ব্যাটারদের তালিকার ৬ নম্বরে। রুতুরাজ গায়কোয়াড় অবস্থান করছেন ১১ নম্বরে। সূর্যকুমার ও যশস্বী বিশ্বকাপে মাঠে নামবেন। শিকে ছেঁড়েনি রুতুরাজের ভাগ্যে।
আরও পড়ুন:- গত ৮টি T20 বিশ্বকাপে সব থেকে বেশি রান করে গোল্ডেন ব্যাট জেতেন কারা?
বিশ্বকাপের আগে বিরাট কোহলির বিশ্বব়্যাঙ্কিং ৪৭। রোহিত শর্মা রয়েছেন ৫২ নম্বরে। শিবম দুবে অবস্থান করছেন ৭১ নম্বরে। হার্দিক পান্ডিয়া রয়েছেন যুগ্মভাবে ৭৩ নম্বরে।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০ টি-২০ ব্যাটার:-
টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় পিছনে হাঁটতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তিনি একধাপ পিছিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন। অক্ষর প্যাটেল অবস্থান করছেন ২১ নম্বরে।