বৃহস্পতিবার এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের রোমাঞ্চকর গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে হেরে যায় ভারত। এবং দলের হারের পর অধিনায়ক হরমনপ্রীত কৌর দায় চাপালেন টপ অর্ডারের ওপরে। গতকাল উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের দুর্দান্ত প্রতিআক্রমণের কারণে লড়াইয়ে ফিরেছিল ভারত। তবে বোলিংয়ে দীর্ঘ সময় ধরে দাপট দেখালেও শেষের দিকে আর চাপ বজায় রাখতে পারেনি ক্রান্তি-অমনজ্যোতরা। এই আবহে এক ওভার বাকি থাকতেই ম্যাচ হেরে যায় ভারত। এই আবহে হরমনপ্রীত বলেন, 'এটা একটা লম্বা টুর্নামেন্ট। এটি একটি কঠিন ম্যাচ ছিল এবং উভয় দলই সত্যিই ভালো খেলেছে। যদিও আমাদের ব্যাটিং অর্ডার আজ ভেঙে পড়েছিল। তাও আমরা বোর্ডে আড়াইশো রাখতে সক্ষম হয়েছিলাম। এটাই আমাদের সম্ভাবনার প্রতিফলন। তবে আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তবে আমাদের টপ অর্ডারকে ডেলিভার করতে হবে।'
এরপর রিচাকে নিয়ে হরমনপ্রীত বলেন, 'রিচা সবসময়ই আমাদের জন্য অসাধারণ ছিল। রিচা যেকোনও খেলা ঘুরিয়ে দিতে পারেন। আজ, তিনি যেভাবে ব্যাট করেছিলেন, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। আশা করি, সে এই ফর্ম ধরে রাখবে।' উল্লেখ্য, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ২৬ ওভারেই ১০২ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। তারপর ৮ নম্বরে ব্যাট করতে নামেন রিচা। সেখান থেকে শুরু হয় পালটা লড়াই। শেষ পর্যন্ত ভারত মোট ২৫১ রান করতে সক্ষম হয়েছিল। ২১ বছর বয়সি রিচা ৭৭ বলে ৯৪ রানের এক অসাধারণ ইনিংস খেলেছিলেন। তিনি ১১টি বাউন্ডারি এবং চারটি ছক্কা মেরেছিলেন। তিনি প্রায় একাই ভারতের ইনিংসকে পুনরুজ্জীবিত করেছিলেন। তবে তাঁর সেই বীরত্ব যথেষ্ট ছিল না।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। প্রোটিয়াদের হয়ে নাদিন ডি ক্লার্ক ৫৪ বলে অপরাজিত ৮৪ রান করেন। তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। অধিনায়ক লরা ওলভার্ড টপ অর্ডারে ৭০ রান করেছিলেন। ম্যাচ শেষে হতাশ হরমনপ্রীত বলেন, 'টপ অর্ডার হিসেবে আমরা দায়িত্ব নিইনি এবং অনেক উইকেট হারিয়েছি। আমরা মাঝখানে উইকেট হারাতে থাকি। এই উইকেট হারানোর বিষয়টি গত বেশ কয়েকটি ম্যাচ ধরে ঘটছে। আমাদের একটি গ্রুপ হিসাবে খেলতে হবে। আমরা আরও ভালো কীভাবে করতে পারি, তা নিয়ে আলোচনা করা দরকার।'
